ডোনালের (Donal Bisht) জীবনে বাধাও আসে অনেক। হাতছাড়া হয় সাউথে ছবির কাজ। কারণ ছবির পরিচালক তাঁকে কাজ অফার করেছিলেন। কিন্তু তাঁর বদলে শুতে চেয়েছিলেন ডোনালের সঙ্গে। সে সময় প্রতিবাদ করেন নায়িকা। বেড়িয়ে আসেন জায়গা ছেড়ে। সম্প্রতি একটি ইন্টারভিউতে নাম না করেই এ কথা জানান তিনি। photo source Instagram