সাল ২০০২। বড় পর্দায় মুক্তি পেল 'সাথী'। নতুন নায়ক-নায়িকার রসায়নে বুঁদ হল দর্শক। নবাগত জিতের বিপরীতে সেই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা উপেন্দ্র। সুপারহিট ছবির সুবাদে এর পর একাধিক কাজ করেন টলিউডে। সাফল্যও পান। তার পর হঠাৎই বাংলা ইন্ডাস্ট্রি থেকে গায়েব নায়িকা। এখন কোথায় তিনি? জেনে নেওয়া যাক।
2/ 8
টলিউডে প্রিয়াঙ্কার যাত্রা শুরু হয় পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের হাত ধরে। 'হঠাৎ বৃষ্টি'-তে প্রিয়াঙ্কার অভিনয় দর্শক-মনে ছাপ ফেলেছিল। এর পর বাসুর সঙ্গে আরও দু'টি ছবি করেন প্রিয়াঙ্কা। চুপি চুপি এবং টক ঝাল মিষ্টি।
3/ 8
বাংলার পাশাপাশি মুম্বই এবং দক্ষিণ ভারতেও কাজ করছিলেন প্রিয়াঙ্কা। তবে 'সাথী'র হাত ধরে টলিউডে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অভিনেত্রী। এর পর 'সঙ্গী','অগ্নিপরীক্ষা', 'আমার প্রতিজ্ঞা', 'গোলমাল'-এর মতো একাধিক ছবি করেন তিনি।
4/ 8
তবে 'সাথী'র মতো সাফল্য আর কোনও ছবিই দিতে পারেননি প্রিয়াঙ্কাকে। তবে অন্যান্য ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছিলেন অভিনেত্রী।
5/ 8
২০১১ সালে আরও একবার জিতের সঙ্গে জুটি বাঁধেন প্রিয়াঙ্কা। ছবির নাম 'হ্যালো মেমসাহেব'। তবে ছবিটি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। বক্স অফিসেও বিশেষ সাড়া ফেলতে পারেনি জিৎ-প্রিয়াঙ্কার সেই ছবি।
6/ 8
এর পর এক দশক কেটেছে। কিন্তু টলিউডে আর কাজ করেননি প্রিয়াঙ্কা। বরং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এখনও অনেক বেশি সক্রিয় তিনি।
7/ 8
'সাথী'র সাফল্যের পর অনেকেই ভেবেছিলেন, টলিউডে দীর্ঘ দিন রাজত্ব করবেন প্রিয়াঙ্কা। তবে সেখানে বিস্মৃতই রয়ে গেলেন তিনি।
8/ 8
সহকর্মী জিতের সঙ্গে এখনও যোগাযোগ আছে প্রিয়াঙ্কার। কয়েক বছর আগেই একসঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন তাঁরা। সেই ছবি দেখে তোলপাড় হয়েছিল অনুরাগীমহল।
Sathi Actress Priyanka Upendra: 'সাথী'র মতো হিট ছবি ঝুলিতে! তবু টলিউড থেকে মুছে গেলেন! জিতের নায়িকা কেমন আছেন
সাল ২০০২। বড় পর্দায় মুক্তি পেল 'সাথী'। নতুন নায়ক-নায়িকার রসায়নে বুঁদ হল দর্শক। নবাগত জিতের বিপরীতে সেই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা উপেন্দ্র। সুপারহিট ছবির সুবাদে এর পর একাধিক কাজ করেন টলিউডে। সাফল্যও পান। তার পর হঠাৎই বাংলা ইন্ডাস্ট্রি থেকে গায়েব নায়িকা। এখন কোথায় তিনি? জেনে নেওয়া যাক।
Sathi Actress Priyanka Upendra: 'সাথী'র মতো হিট ছবি ঝুলিতে! তবু টলিউড থেকে মুছে গেলেন! জিতের নায়িকা কেমন আছেন
টলিউডে প্রিয়াঙ্কার যাত্রা শুরু হয় পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের হাত ধরে। 'হঠাৎ বৃষ্টি'-তে প্রিয়াঙ্কার অভিনয় দর্শক-মনে ছাপ ফেলেছিল। এর পর বাসুর সঙ্গে আরও দু'টি ছবি করেন প্রিয়াঙ্কা। চুপি চুপি এবং টক ঝাল মিষ্টি।
Sathi Actress Priyanka Upendra: 'সাথী'র মতো হিট ছবি ঝুলিতে! তবু টলিউড থেকে মুছে গেলেন! জিতের নায়িকা কেমন আছেন
বাংলার পাশাপাশি মুম্বই এবং দক্ষিণ ভারতেও কাজ করছিলেন প্রিয়াঙ্কা। তবে 'সাথী'র হাত ধরে টলিউডে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অভিনেত্রী। এর পর 'সঙ্গী','অগ্নিপরীক্ষা', 'আমার প্রতিজ্ঞা', 'গোলমাল'-এর মতো একাধিক ছবি করেন তিনি।
Sathi Actress Priyanka Upendra: 'সাথী'র মতো হিট ছবি ঝুলিতে! তবু টলিউড থেকে মুছে গেলেন! জিতের নায়িকা কেমন আছেন
২০১১ সালে আরও একবার জিতের সঙ্গে জুটি বাঁধেন প্রিয়াঙ্কা। ছবির নাম 'হ্যালো মেমসাহেব'। তবে ছবিটি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। বক্স অফিসেও বিশেষ সাড়া ফেলতে পারেনি জিৎ-প্রিয়াঙ্কার সেই ছবি।