সাল ২০০৬। সা রে গা মা পা লিটল চ্য়াম্পসে অংশগ্রহণ করেছিলেন সঞ্চিতা ভট্টাচার্য। তখন তাঁর বয়স মাত্র ১৪। এত কাঁচা বয়সেই তাঁর পরিণত গায়কি দিয়ে বিচারকদের মন জয় করেছিলেন শিবপুরের মেয়েটি।
2/ 8
সেই রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে ছিলেন বাপ্পি লাহিড়ী, অলকা ইয়াগনিক এবং অভিজিৎ ভট্টাচার্য। তিন বিচারকই ভূয়সী প্রশংসা করেছিলেন সঞ্চিতার। এমনকী রিয়্য়ালিটি শো চলাকালীনই অলকার থেকে বিশেষ প্রশিক্ষণ পেয়েছিলেন বাংলার মধ্যবিত্ত বাড়ির এই মেয়ে।
3/ 8
প্রতিযোগীতার চূড়ান্ত পর্বে পৌঁছেছিলেন সঞ্চিতা। গ্র্য়ান্ড ফিনালের মঞ্চেও ঝড় তুলেছিল তাঁর গান। সেই বছর সা রে গা মা পা লিটল চ্য়াম্পস-এর বিজয়ীর শিরোপা ওঠে তাঁর মাথায়। স্বয়ং শাহরুখ খান পুরস্কার তুলে দিয়েছিলেন সঞ্চিতার হাতে।
4/ 8
এর পর প্লে ব্যাক গায়িকা হিসেবে সঞ্চিতার পথ চলা শুরু। কেরিয়ারের শুরুর দিকে 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'কাঞ্চি: দ্য আনব্রেকবল'-এর মতো বলিউড ছবিতে গানের সুযোগ আসে তাঁর কাছে। সুখউইন্দর সিং, শঙ্কর মহাদেবানের মতো গায়কদের সঙ্গেও গান করেন সঞ্চিতা।
5/ 8
তবে সময় যত এগিয়েছে, ততই যেন ফিকে যেন ফিকে হতে থাকে সঞ্চিতার জনপ্রিয়তা। এর পরেও বেশ কিছু ছবিতে গান গেয়েছেন তিনি। তবে তাঁর কোনও গানই শ্রোতা-মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি।
6/ 8
কয়েক বছর আগে বিয়ে করেছেন সঞ্চিতা। গায়িকা এবং তাঁর স্বামী, দু'জনেই খাদ্যরসিক। 'দিদি নম্বর ওয়ান'-এ এসে গায়িকা নিজেই জানিয়েছিলেন সে কথা।
7/ 8
আপাতত আর বলিউডে কাজ করেন না সঞ্চিতা। তবে মাঝেমধ্যেই নানা স্টেজ শো করেন তিনি।
8/ 8
সম্প্রতি আর্চির গ্যালারিতে একটি গান করেছেন সঞ্চিত।
Sanchita Bhattacharya: শাহরুখের হাত থেকে পুরস্কার, বলিউডে কত গান! তবু কেউ মনে রাখল না বাংলার সঞ্চিতাকে
সাল ২০০৬। সা রে গা মা পা লিটল চ্য়াম্পসে অংশগ্রহণ করেছিলেন সঞ্চিতা ভট্টাচার্য। তখন তাঁর বয়স মাত্র ১৪। এত কাঁচা বয়সেই তাঁর পরিণত গায়কি দিয়ে বিচারকদের মন জয় করেছিলেন শিবপুরের মেয়েটি।
Sanchita Bhattacharya: শাহরুখের হাত থেকে পুরস্কার, বলিউডে কত গান! তবু কেউ মনে রাখল না বাংলার সঞ্চিতাকে
সেই রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে ছিলেন বাপ্পি লাহিড়ী, অলকা ইয়াগনিক এবং অভিজিৎ ভট্টাচার্য। তিন বিচারকই ভূয়সী প্রশংসা করেছিলেন সঞ্চিতার। এমনকী রিয়্য়ালিটি শো চলাকালীনই অলকার থেকে বিশেষ প্রশিক্ষণ পেয়েছিলেন বাংলার মধ্যবিত্ত বাড়ির এই মেয়ে।
Sanchita Bhattacharya: শাহরুখের হাত থেকে পুরস্কার, বলিউডে কত গান! তবু কেউ মনে রাখল না বাংলার সঞ্চিতাকে
প্রতিযোগীতার চূড়ান্ত পর্বে পৌঁছেছিলেন সঞ্চিতা। গ্র্য়ান্ড ফিনালের মঞ্চেও ঝড় তুলেছিল তাঁর গান। সেই বছর সা রে গা মা পা লিটল চ্য়াম্পস-এর বিজয়ীর শিরোপা ওঠে তাঁর মাথায়। স্বয়ং শাহরুখ খান পুরস্কার তুলে দিয়েছিলেন সঞ্চিতার হাতে।
Sanchita Bhattacharya: শাহরুখের হাত থেকে পুরস্কার, বলিউডে কত গান! তবু কেউ মনে রাখল না বাংলার সঞ্চিতাকে
এর পর প্লে ব্যাক গায়িকা হিসেবে সঞ্চিতার পথ চলা শুরু। কেরিয়ারের শুরুর দিকে 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'কাঞ্চি: দ্য আনব্রেকবল'-এর মতো বলিউড ছবিতে গানের সুযোগ আসে তাঁর কাছে। সুখউইন্দর সিং, শঙ্কর মহাদেবানের মতো গায়কদের সঙ্গেও গান করেন সঞ্চিতা।
Sanchita Bhattacharya: শাহরুখের হাত থেকে পুরস্কার, বলিউডে কত গান! তবু কেউ মনে রাখল না বাংলার সঞ্চিতাকে
তবে সময় যত এগিয়েছে, ততই যেন ফিকে যেন ফিকে হতে থাকে সঞ্চিতার জনপ্রিয়তা। এর পরেও বেশ কিছু ছবিতে গান গেয়েছেন তিনি। তবে তাঁর কোনও গানই শ্রোতা-মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি।