রেক্স ডিসুজা। এই নামটা কানে এলে এখন হয়তো কোনও পরিচিত মুখ চোখের সামনে ভেসে ওঠে না। কে এই ব্যক্তি? মনে করতে হলে ফিরে যেতে বেশ কয়েক বছর আগে।
2/ 7
সাল ২০০৬। এক জনপ্রিয় চ্যানেলে শুরু হয় গানের জনপ্রিয় রিয়্যালিটি শো 'ফেম গুরুকুল'। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন রেক্স। শুরু থেকেই মঞ্চে তাঁর আত্মবিশ্বাস, গায়কি দেখে শুরু থেকেই মুগ্ধ ছিলেন বিচারকরা। দর্শক-মনেও খুব সহজে জায়গা করে নিয়েছিলেন রেক্স।
3/ 7
সেই রিয়্যালিটি শোয়ে অরিজিৎ সিংকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছিলেন রেক্স। অরিজিৎ যদিও তখন আর পাঁচজনের মতোই অতি সাধারণ। গানের জগতে নিজের পরিচিতি তৈরি করার জন্য লড়ে যাচ্ছিলেন।
4/ 7
প্রতিযোগিতার মাঝ পথেই যদিও ছিটকে যান অরিজিৎ। তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান রেক্স। শোয়ের চূড়ান্ত পর্ব পর্যন্ত টিকে থাকেন তিনি।
5/ 7
কিন্তু জয়ীর শিরোপা শেষমেশ রেক্সের মাথায় ওঠেনি। রূপরেখা বন্দ্যোপাধ্যায় এবং কাজী তৌকিরকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। রেক্সকে খুশি থাকতে হয় 'রানার আপ' তকমা নিয়েই।
6/ 7
সঙ্গীতের জগতে বিশেষ ছাপ ফেলতে পারেননি রেক্স। রিয়্যালিটি শোয়ের 'সেরা'র তকমা ছাড়াই খ্যাতির শীর্ষে পৌঁছেছেন অরিজিৎ। কিন্তু রেক্স সেই পথ ধরে খুব বেশি দূর এগোতে পারেননি। শোনা যায়, বেশ কয়েকটি আঞ্চলিক ছবিতে গান গেয়েছেন তিনি।
7/ 7
দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করে বেশির ভাগ সময় আমেরিকাতেই থাকেন রেক্স। দেশ-বিদেশে স্টেজ শোও করেন। পাশাপাশি নানা জায়গায় ঘুরে বেড়াতে ভালবাসেন তিনি।
Fame Gurukul Singer: অরিজিৎকে তুড়িতে উড়িয়েছিলেন! কিন্তু ডুবে গেলেন নিজেই, কেউ মনে রাখল না এই গায়ককে
সাল ২০০৬। এক জনপ্রিয় চ্যানেলে শুরু হয় গানের জনপ্রিয় রিয়্যালিটি শো 'ফেম গুরুকুল'। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন রেক্স। শুরু থেকেই মঞ্চে তাঁর আত্মবিশ্বাস, গায়কি দেখে শুরু থেকেই মুগ্ধ ছিলেন বিচারকরা। দর্শক-মনেও খুব সহজে জায়গা করে নিয়েছিলেন রেক্স।
Fame Gurukul Singer: অরিজিৎকে তুড়িতে উড়িয়েছিলেন! কিন্তু ডুবে গেলেন নিজেই, কেউ মনে রাখল না এই গায়ককে
সেই রিয়্যালিটি শোয়ে অরিজিৎ সিংকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছিলেন রেক্স। অরিজিৎ যদিও তখন আর পাঁচজনের মতোই অতি সাধারণ। গানের জগতে নিজের পরিচিতি তৈরি করার জন্য লড়ে যাচ্ছিলেন।
Fame Gurukul Singer: অরিজিৎকে তুড়িতে উড়িয়েছিলেন! কিন্তু ডুবে গেলেন নিজেই, কেউ মনে রাখল না এই গায়ককে
কিন্তু জয়ীর শিরোপা শেষমেশ রেক্সের মাথায় ওঠেনি। রূপরেখা বন্দ্যোপাধ্যায় এবং কাজী তৌকিরকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। রেক্সকে খুশি থাকতে হয় 'রানার আপ' তকমা নিয়েই।
Fame Gurukul Singer: অরিজিৎকে তুড়িতে উড়িয়েছিলেন! কিন্তু ডুবে গেলেন নিজেই, কেউ মনে রাখল না এই গায়ককে
সঙ্গীতের জগতে বিশেষ ছাপ ফেলতে পারেননি রেক্স। রিয়্যালিটি শোয়ের 'সেরা'র তকমা ছাড়াই খ্যাতির শীর্ষে পৌঁছেছেন অরিজিৎ। কিন্তু রেক্স সেই পথ ধরে খুব বেশি দূর এগোতে পারেননি। শোনা যায়, বেশ কয়েকটি আঞ্চলিক ছবিতে গান গেয়েছেন তিনি।