মৃত্যুর ঠিক আগের দিন সিমলা যাওয়ার প্ল্যান করেছিলেন সুশান্তের এক্স ম্যানেজার দিশা !
সুশান্ত সিং মৃত্যু তদন্তে একের পর এক জট খুলছে ৷ সঙ্গে আরও বেশি জটিল হয়ে পড়েছে গোটা তদন্ত ৷ তার ওপর এসে জুটেছে সুশান্তের এক্স ম্যানেজার দিশা সলানির মৃত্যু তদন্তও ৷
1/ 4


সুশান্ত সিং মৃত্যু তদন্তে একের পর এক জট খুলছে ৷ সঙ্গে আরও বেশি জটিল হয়ে পড়েছে গোটা তদন্ত ৷ তার ওপর এসে জুটেছে সুশান্তের এক্স ম্যানেজার দিশা সলানির মৃত্যু তদন্তও ৷
3/ 4


সম্প্রতি এক ইংরেজি সংবাদমাধ্যমে দিশার অন্তরঙ্গ বন্ধু রেশমি দেশাই এক চাঞ্চল্যকর তথ্য দেন ৷ যার ফলে একেবারে ঘুরে যেতে পারে দিশার মৃত্যুর তদন্ত ৷ তা কী বললেন রেশমি?
4/ 4


রেশমি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘দিশার আত্মহত্যার খবর পেয়ে খুব অবাক হয়েছিলাম ৷ ভাবতেই পারিনি এরকমটা হতে পারে ৷ আসলে, তাঁর আগের দিনই আমাদের কথা হয় ৷ সিমলা যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম আমরা আর তা নিয়েই আলোচনার জন্য দেখা করার কথা ছিল আমাদের ৷ তবে হঠাৎ করে ওর মৃত্যুর খবরে চমকে যাই ৷ একটা মেয়ে যে ঘোরার প্ল্যান করে, সে কীভাবে আত্মহত্যা করতে পারে?’