বলিউডের একেবারে নতুন প্রজন্মের নায়িকা তিনি। এখনও কেরিয়ারে পায়ের তলার মাটি সে ভাবে দেখতে গেলে শক্ত হয়নি। ছবিও করেছেন হাতে গোনা কয়েকটাই! কিন্তু একটা জায়গায় দিশা পাটানি গুণে গুণে গোল দিতে পারেন বলিউডের যে কোনও প্রথম সারির নায়িকাকে। তুখোড় স্টাইল স্টেটমেন্ট আর পারফেক্ট বিকিনি-বডির জন্য বলিউড ক্যুইন দিশার যে কোনও পোস্টই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দিন কয়েক আগেই অ্যাকোয়া গার্ল লুকে ঝড় তুলেছিলেন তিনি। নীল সমুদ্রের মাঝে তাঁর হলুদ বিকিনি আর হট পোজে মজেছিলেন নেটিজেনরা।
তবে এবার একটু অন্য ভাবে দেখার চেষ্টা দিশাকে। কথা হচ্ছে বলিউডের এই অভিনেত্রীর মোনোক্রোম লুক নিয়ে। বলা বাহুল্য, মোনোক্রোম্যাটিক বা সাদা-কালো লুকের প্রতি যেন একটা আলাদা প্রেম রয়েছে দিশার। আর সাদা-কালোতেও তাঁর লুক যথেষ্ট আকর্ষণীয়। নানা আন্তর্জাতিক ব্র্যান্ডের লঁজারি হোক বা বিকিনি, দিশার সাদা-কালো ছবিও চোখ টেনে নেয় গভীর ভাবে! আসুন, এবার ডুব দেওয়া যাক দিশার ইনস্টা (Instagram) অ্যাকাউন্টের বেশ কিছু মুহূর্তে।