শরীরে এক ফোঁটাও মেদ নেই। দিনের অনেকটা সময় কাটে জিমে। আর সেখানেও দিশার ফ্যাশন ডিভা অবতার দেখার মতো। সাদা রঙের ফ্লোরাল কো-অর্ড সেটে দিশার মিরর সেলফি। একেবারে যেন বার্বি ডল। কালো স্কার্টের সঙ্গে ব্রালেট। দিশা কতটা শরীরচর্চা করেন তা তাঁর চেহারা দেখেই বোঝা যায়। এলিভেটরের মধ্যেও মিরর সেলফি। স্পষ্ট টানটান অ্যাবস। স্যাটিন ড্রেসে স্পষ্ট দিশার শরীরের কার্ভ। হট লুকে মুগ্ধ নেটিজেন। শর্ট প্যান্টের সঙ্গে স্পোর্টস ব্রা। দিশা প্রায়ই তাঁর জিমের ভিডিও শেয়ার করেন। ডেনিম প্যান্টের সঙ্গে কালো রঙের করসেট টপ। দিশারা শরীরী হিল্লোলে পারদ চড়ছে। টার্টল নেক চাপা টিশার্টের সঙ্গে শর্টস। অভিনেত্রীর স্টাইলিশ লুক নজরকাড়া। ডিপ নেক টপের সঙ্গে মানানসই পেন্ডেন্ট। চুলের ঢেউ ঘিরে রয়েছে দিশাকে। বিকিনিতেও তিনি ডিভা। মুখে একটুও মেক আপ নেই দিশার ।