1/ 5


৪০ এ পা দিলেন বলিউডের হট-হ্যাপিনিং নায়িকা এবং তৈমুরের মা করিনা কাপুর খান ৷ এখন তো করিনা আবার মা হতে চলেছেন ৷ এই খবর রটতেই তুমুল কাণ্ড গোটা বলিউডে ৷
2/ 5


৪০ এ পা দিয়েও এখন রূপ লাবণ্যে আঠারোকে চ্যালেঞ্জ দিতে পারেন করিনা ৷ আর প্রেমের ব্যাপারে? বলিউডে তাঁর প্রেমিক সংখ্যা হিংসে করার মতো ৷
3/ 5


ফরদিন খান, শাহিদ কাপুরের সঙ্গে তো চুটিয়ে প্রেম করেছেন ৷ হালকা করে হৃতিকের সঙ্গে ফস্টি-নস্টির খবরও বলিউড বাজারে রয়েছে ৷ তবে শেষমেশ গাঁটছড়া বাঁধলেন নবাব পুত্র সইফ আলি খানের সঙ্গেই ৷
4/ 5


তবে জন্মদিনের দিনই হঠাৎই ভাইরাল হয়ে পড়ল করিনা সম্পর্কীত একটা গসিপ ৷ যা কিনা এখন নেটিজেনদের আলোচনার বিষয় ৷