তাঁর কিয়ানের জন্মদিন বলে কথা! নোয়া আনন্দে সামিল হবে না, তা কি কখনও হতে পারে? শ্রুতি ওরফে নোয়ার পেজ জুড়ে এখন কিয়ান ওরফে দিব্যজ্যোতির জন্মদিন উদযাপন ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিক সম্প্রচারিত হতে শুরু করেছে এ বছরের ৪ জানুয়ারি থেকে ৷ কয়েক দিনের মধ্যে দর্শকদের পছন্দের তালিকার উপরের দিকে উঠে আসে ধারাবাহিকটি ৷