হোম » ছবি » বিনোদন » এষা দেওলকে 'Propose' করেছিলেন অভিনেতা..! বিয়ের জন্য রেখেছিলেন 'এই' বিশেষ 'শর্ত'

Dharmendra Hema Malini Daughter: এষা দেওলকে 'Propose' করেছিলেন 'অভিনেতা'! বিয়ের জন্য রেখেছিলেন বিশেষ 'শর্ত'.... শুনে ঠিক দুটি শব্দ বলেছিলেন মা হেমা মালিনী

  • 15

    Dharmendra Hema Malini Daughter: এষা দেওলকে 'Propose' করেছিলেন 'অভিনেতা'! বিয়ের জন্য রেখেছিলেন বিশেষ 'শর্ত'.... শুনে ঠিক দুটি শব্দ বলেছিলেন মা হেমা মালিনী

    এষা দেওলের কেরিয়ারের শুরুতে, তাঁর নাম জড়ায় তাঁর এক সহ-অভিনেতার সঙ্গে। ওই অভিনেতার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে ছিল সেই সময়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেইসব পুরনো দিনের কথা শেয়ার করেছেন এষা দেওল। অভিনেত্রী বলেন, সেই সময় তাঁর এই সহকর্মী তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

    MORE
    GALLERIES

  • 25

    Dharmendra Hema Malini Daughter: এষা দেওলকে 'Propose' করেছিলেন 'অভিনেতা'! বিয়ের জন্য রেখেছিলেন বিশেষ 'শর্ত'.... শুনে ঠিক দুটি শব্দ বলেছিলেন মা হেমা মালিনী

    সাক্ষাৎকারে এষা দেওল সেইসময় তাঁকে ঘিরে ওঠা নানা গুজব নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, আমি সুন্দরী ছিলাম, আমাকে ঘিরে মিডিয়াতে নানা গুঞ্জন চলতেই থাকতো যার বেশিরভাগই সত্যি ছিল না। সেগুলি দেখে আমরাও হাসাহাসি করতাম।

    MORE
    GALLERIES

  • 35

    Dharmendra Hema Malini Daughter: এষা দেওলকে 'Propose' করেছিলেন 'অভিনেতা'! বিয়ের জন্য রেখেছিলেন বিশেষ 'শর্ত'.... শুনে ঠিক দুটি শব্দ বলেছিলেন মা হেমা মালিনী

    এষা এরপরেই শেয়ার করেন সেই সময়কার তাঁর জীবনের এক আশ্চর্য মজাদার সিক্রেট। এক সহকর্মীর কথা বলেন এষা যিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। এষা দেওল 'বলিউড বাবল'কে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন, 'একজন কো-স্টার আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। তাঁর নাম বলব না। শ্রদ্ধার সঙ্গে বলতে চাই যে সে খুব মিষ্টি ছেলে। আমার কেরিয়ার সবে শুরু হয়েছিল সেই সময় এবং সে বলেছিল–"শাদি করেঙ্গে, অভিনয় ছেড়ে দাও।" কী বলব বুঝতে পারছিলাম না। বাড়িতে এসে মাকে বললাম। মা বলল- 'এত মিষ্টি!' (ছবির ক্রেডিট: Instagram @imeshadeol)

    MORE
    GALLERIES

  • 45

    Dharmendra Hema Malini Daughter: এষা দেওলকে 'Propose' করেছিলেন 'অভিনেতা'! বিয়ের জন্য রেখেছিলেন বিশেষ 'শর্ত'.... শুনে ঠিক দুটি শব্দ বলেছিলেন মা হেমা মালিনী

    আজ আর সেই অভিনেতার সঙ্গে এষার বন্ধুত্ব নেই। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'ও আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়নি, কারণ ওঁর মন ভেঙে গিয়েছিল। তবে, ও আজও আমার খুব প্রিয় একজন মানুষ। ধর্মেন্দ্র ও হেমা মালিনীর কন্যা প্রায় এক দশক ধরে বলিউডের অভিনয় জগতে খুব সক্রিয় ছিলেন। তিনি ২০০২ সালে 'কোই মেরে দিল সে পুছে' ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আফতাব শিবদাসানি। (ছবির ক্রেডিট: Instagram @imeshadeol)

    MORE
    GALLERIES

  • 55

    Dharmendra Hema Malini Daughter: এষা দেওলকে 'Propose' করেছিলেন 'অভিনেতা'! বিয়ের জন্য রেখেছিলেন বিশেষ 'শর্ত'.... শুনে ঠিক দুটি শব্দ বলেছিলেন মা হেমা মালিনী

    ২০১২ সালে ব্যবসায়ী ভারত তখতানিকে বিয়ে করেন এষা দেওল। এই দম্পতির দুটি কন্যা রয়েছে, যাদের নাম রাধ্যা এবং মীরায়া। ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। সম্প্রতি অজয় দেবগনের ওয়েব সিরিজ 'রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস'-এ দেখা গিয়েছিল এষাকে। (ছবির ক্রেডিট: Instagram @imeshadeol)

    MORE
    GALLERIES