এষা এরপরেই শেয়ার করেন সেই সময়কার তাঁর জীবনের এক আশ্চর্য মজাদার সিক্রেট। এক সহকর্মীর কথা বলেন এষা যিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। এষা দেওল 'বলিউড বাবল'কে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন, 'একজন কো-স্টার আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। তাঁর নাম বলব না। শ্রদ্ধার সঙ্গে বলতে চাই যে সে খুব মিষ্টি ছেলে। আমার কেরিয়ার সবে শুরু হয়েছিল সেই সময় এবং সে বলেছিল–"শাদি করেঙ্গে, অভিনয় ছেড়ে দাও।" কী বলব বুঝতে পারছিলাম না। বাড়িতে এসে মাকে বললাম। মা বলল- 'এত মিষ্টি!' (ছবির ক্রেডিট: Instagram @imeshadeol)
আজ আর সেই অভিনেতার সঙ্গে এষার বন্ধুত্ব নেই। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'ও আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়নি, কারণ ওঁর মন ভেঙে গিয়েছিল। তবে, ও আজও আমার খুব প্রিয় একজন মানুষ। ধর্মেন্দ্র ও হেমা মালিনীর কন্যা প্রায় এক দশক ধরে বলিউডের অভিনয় জগতে খুব সক্রিয় ছিলেন। তিনি ২০০২ সালে 'কোই মেরে দিল সে পুছে' ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আফতাব শিবদাসানি। (ছবির ক্রেডিট: Instagram @imeshadeol)