1/ 4


কঠোর নিরাপত্তা ৷ ফাঁসই হচ্ছিল না দীপিকা-রণবীরের বিয়ের ছবি৷ যে বিয়ের দিকে তাকিয়ে গোটা বিশ্ব , সেই বিয়ের এক ঝলকও দেখতে পারছিলেন না সিনেপ্রেমিরা ৷ তবে অবশেষে দীপিকা ও রণবীরই মাঠে নামলেন, ইনস্টাগ্রামে শেয়ার করলেন ২টি বিয়ের ছবি ৷ একটি কোঙ্কনী মতে, অন্যটি সিন্ধি মতে বিয়ের ছবি ৷ Photo: Instagram
2/ 4


গোলাপি রঙে ভরে উঠল রণবীর-দীপিকার বিয়ের আসর৷ দু’জনের পোশাকেই গোলাপি রঙের ছোঁয়া ৷ কাছাকাছি, পাশাপাশি ৷ কানে কানে যেন সুখে থাকার কথাই বলে চলেছেন দীপবীর ৷ Photo: Instagram
3/ 4


'দীপবীর' এর বিয়ের কোনও ছবি বা নব-দম্পতির কোনও অফিসিয়াল ছবি এখনও পর্যন্ত প্রাকাশ্যে আসেনি ঠিকই। তবে ভাইরাল হয়েছেন বিয়ের অনুষ্ঠানের দূর থেকে তোলা ছবি আর ভিডিও (Image: AP)