1/ 5


দীপিকা পাড়ুকোন ৷ বলিউডের এই নায়িকা, নিজেকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছেন যে, শুধু দেশে নয়, গোটা বিশ্বেই দীপিকার নামে জয়জয়কার ৷ একের পর এক হিট ছবি ৷ একের পর এক এক্সপেরিমেন্টাল চরিত্র ৷ দীপিকা যেন বলিউড ছবির পরিচালকদের নয়নের মণি !
2/ 5


তবে সম্প্রতি বলিউডের সঙ্গে মাদকযোগে নিজের নাম আসায়, কিছুটা হলেও বিপাকে পড়েছিলেন দীপিকা ৷ এখন অবশ্য সেই সময় কাটিয়ে ফের নতুন স্রোতে নায়িকা ৷
3/ 5


দীপিকার ছিপছিপে চেহারা আর তাঁর মন খোলা রূপ যেন দিন দিন বেড়েই চলেছে ৷ সেই রণবীরের সঙ্গে বিয়ের আগে থেকেই দীপিকার রূপ যেন একেবারে নজর কাড়া ৷
4/ 5


সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হলো, দীপিকার ডায়েট ৷ যা কিনা নায়িকা বিয়ের আগে থেকেই ফলো করে আসছেন ৷ তা দীপিকার ডায়েটে কী কী রয়েছে ?