আসন্ন ছবি গেহেরাইয়া-র প্রচারে একের পর এক সাহসী পোশাকে ধরা দিচ্ছেন বলিউড দিভা দীপিকা পাডুকোন। সম্প্রতি কালো এই ডিপ নেক বডিকন পোশাকে উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী।
2/ 10
এই পোশাকে স্পষ্ট দীপিকার ক্লিভলাইন। পোশাকের সঙ্গে হেয়ারস্টাইল, মেক আপ ও অ্যাকসেসরিজ মানানসই অভিনেত্রীর।
3/ 10
আসন্ন ছবি গেহেরাইয়া-র প্রচার নিয়ে ব্যস্ত দীপিকা। প্রচার ইভেন্টগুলিতেও সাহসী পোশাকে ধরা দিচ্ছেন তিনি।
4/ 10
ছবিতে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডেও। ছবির ট্রেলার ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। দীপিকার বোল্ড দৃশ্যগুলি নিয়েও আলোচনা হচ্ছে।
5/ 10
দীপিকা ফ্যাশন দিভা হিসেবেও পরিচিত। যেই পোশাকই তিনি পরেন, তাঁর দিক থেকে নজর ফেরানো কঠিন।
6/ 10
বলিউডের দিভা এই ছবিতে একটি সাহসী চরিত্রে অভিনয় করবেন। তাঁর চরিত্রের নাম আলিশা। ছবিতে তাঁকে পরকীয়া সম্পর্কে থাকতে দেখা যাবে।
7/ 10
বিয়ের পরেও নিজের বোনের বরের সঙ্গে সম্পর্কে জড়াবে দীপিকার চরিত্রটি। সেই চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী।
8/ 10
তবে নিন্দুকের সংখ্যাও কম নয় অভিনেত্রীর। সাহসী পোশাকের জন্য একের পরে এক ট্রোলিং এর মুখোমুখি হচ্ছেন তিনি।
9/ 10
এমনকি কাট আউট পোশাকের জন্য তাঁকে উরফি জাভেদের সঙ্গেও তুলনা করা হয়েছে।
10/ 10
আগামী ১১ ফেব্রুয়ারি গেহেরাইয়া মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই ছবি।