

যে ঘটনাটির জন্য গোটা দেশ অপেক্ষা করে ছিল, সেই ঘটনার শুরু হল একেবারে জমজমাট ভাবে ৷ বেঙ্গালুরুর বাড়িতে বিয়ের আগে পুজোতে মেতে উঠল পাড়ুকোন পরিবার ৷ জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কাঁচা হলুদ রঙের সালোয়ারে রং ছড়ালেন দীপিকা পাড়ুকোন ৷ Photo: Instagram


ইনস্টাগ্রামে পুজোর ছবি পোস্ট হতে না হতেই দীপিকাকে শুভেচ্ছা জানাতে হাজির গোটা বিশ্বের সেলেবরা ৷ সেলিনা নাথানি শুভেচ্ছা জানিয়েছেন, ‘আমি খুবই খুশি ৷ শুভ দিনটার জন্য অধীর আগ্রহে বসে আছি !’


অনুষ্কার মতো রণবীর-দীপিকাও বিয়ের জন্য বেছে নিয়েছেন ইতালিকেই ৷ তবে কোনও দুর্গ নয় ৷ বরং ইতালির কোমো লেকের পাশে এক প্যালেসেই বিয়েটা সারতে চলেছেন দীপিকা ও রণবীর ৷ শোনা যাচ্ছে, দিল্লির এক ওয়েডিং প্ল্যানারই সাজিয়ে তুলতে চলেছেন দীপিকা ও রণবীরের বিয়ের ছাদনাতলা ৷ তাঁর প্ল্যানেই সেজে উঠতে চলেছে দীপিকা ও রণবীরের বিয়ের আসর ৷


নভেম্বরের ১৪ তারিখ ইতালিতেই সম্পন্ন হবে দীপিকা ও রণবীরের মেহেন্দির অনুষ্ঠান ৷ যেখানে উপস্থিত থাকবেন বলিউডের হাতে গোণা কিছু সেলেব ৷ থাকবেন নিকট আত্মীয়রাও ৷শোনা যাচ্ছে, সব্যসাচীর মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকেই সেজে উঠতে চলেছেন দীপিকা পাড়ুকোন ৷ তবে রণবীরের পোশাক কে তৈরি করছেন, তা নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি ৷