

রণবীর সিং (Ranveer singh) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)-এর রোমান্টিক জুটি সব সময় মানুষের পছন্দের তালিকায় সেরা। তাঁদের এক সঙ্গে ছবি করা থেকে বিয়ে সবেতেই সব সময় আগ্রহ দেখিয়েছেন দর্শক। ২০১৮ সালের নভেম্বরে এই জুটি বিয়ে করেন। তারপর থেকে দিব্যি কাটছে তাঁদের জীবন। photo source collected


দীপিকা নিজেই জানিয়েছেন, রণবীরকে বিয়ে করে তিনি সব থেকে সুখি মানুষ হয়েছেন। রণবীরের মতো মানুষ হয় না। সব সময় দীপিকাকে সাপোর্ট করেন রণবীর। photo source collected


মুম্বইয়ের মাদক কাণ্ডে যখন দীপিকার নাম জড়ায়, সে সময় রণবীরও চেয়েছিলেন এনসিবি জেরার সময় দীপিকার সঙ্গে থাকতে। কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি। বিয়ের সময় দীপিকা সিঁদুর পরেছিলেন বলে রণবীরও কপালে সিঁদুর লাগিয়ে ছিলেন। এ হেন সুখি দম্পতির কাছে থেকে 'গুড নিউজ'-এর অপেক্ষায় রয়েছে মানুষ। photo source collected


বলিউডে সদ্য মা হয়েছেন অনুষ্কা শর্মা। সামনেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন করিনা কাপুর খান। দীপিকার কাছে থেকেও কি তেমন কোনও খুশির খবর আসতে চলেছে? এই প্রশ্নে এখন তোলপার সোশ্যাল মিডিয়া। photo source collected


দীপিকা ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে নিচের দিকে তাঁকে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, "ফেব্রুয়ারি'। বেশ এর পর থেকেই সকলে তাঁকে প্রশ্ন করতে শুরু করেন, কি অপেক্ষা করছে ফেব্রুয়ারিতে? এমনকি তিনি কেন নীচের দিকে তাঁকিয়ে আছেন তা নিয়েও প্রশ্ন করা হয় ! শুধু নেট পাড়ায় নয় গোটা বলিউডেই এই পোস্টের পর চর্চা শুরু হয়েছে। সকলেই জানতে চাইছেন নতুন কোন খুশির খবর শোনাবেন তিনি ! যদিও দীপিকা কিছুই জানাননি ! ফেব্রুয়ারিতেই জানা যাবে গোটা বিষয়টা। তবে বলিটাউনের কানাঘুষো কিন্তু দীপিকার মা হওয়ার খবরকেই ইঙ্গিত করছে। photo source collected