এবার দেখুন সেই ছবিটি৷ এবার বুঝবেন কেন অন্য রকম সাজের কথা বলা হয়েছে৷ সাদা-নীল চেক তো আকছার দেখা যায়৷ যেই প্রিন্টের ড্রেস পরেছেন দীপিকা৷ কিন্তু কমলা রঙের জুতোতেই ধরা পরেছে দীপিকার ফ্যাশন সেন্স৷ তার পোশাকে তৈরি হওয়া মোনোক্রোম তিনি ভেঙেছেন কমলা জুতো দিয়েই৷ এটা একেবারেই হাটকে৷ Photo Courtesy: Instagram
দীপিকার স্বামী রণবীরের সাজ নিয়ে সবসময় কথা হয়৷ রণবীর অস্বাভাবিক সাজ নিয়ে মজাও কর হয়৷ তবে সব পোশাকেই সাবলীল থাকেন রণবীর এবং তাকে মানায়ও বেশ৷ একইভাবে দীপিকার সাজে যেন কিছুটা পড়েছে রণবীরের প্রভাব৷ আর সেই সাজ অত্যন্ত সুন্দরভাবেই প্রদর্শন করছেন বলিউডের নম্বর ওয়ান নায়িকা৷ Photo Courtesy: Instagram