শাহরুখের সঙ্গেই 'কাভি হাঁ কাভি না' ছবিত দীপককে নিতে চেয়েছিলেন পরিচালক কুন্দন শাহ। কিন্তু শোনামাত্রই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন দীপক। অভিনেতা মনে করতেন, শাহরুখ, কুন্দন, আজিজ মির্জা, সইজ মির্জারা একটি দলের মতো করে কাজ করেন। অন্য দিকে, নিজেকে বলিউডের 'ভাট ক্যাম্প'-এর সদস্য বলে মনে করতেন দীপক।