জীবনের প্রতিটি ক্ষেত্রের টানাপোড়েনই বকুলকে সর্বংসহা করে তুলেছে ৷ পরিস্থিতির বিরুদ্ধে লড়তে লড়তে ক্রমাগত লড়াকু বকুল জয়ী হয়েছে জীবনের অনেক যুদ্ধেই ৷ তবে এখানেই শেষ নয়, বকুলের সামনে কঠিন লড়াই আরও অপেক্ষা করছে ৷ তবে দিনের পর দিন কঠিন জীবন সংগ্রামই দর্শকদের কাছে বকুলকে দিয়েছে অপার ভালবাসা ৷ ছবি সংগৃহীত ৷