কিছুদিন আগেই গোয়াতে ডেস্টিনেশন ওয়েডিং সেরে ফেলেছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ৷ পাত্রী টেলি অভিনেত্রী চারু অসোপা ৷ বিয়ে পর্ব শেষ হতেই রাজীব ও চারু এখন ব্যস্ত রয়েছে হানিমুন পর্বে ৷ থাইল্যান্ডের এক রিসোর্টে হানিমুনে ব্যস্ত রয়েছে সদ্য বিবাহিত রাজীব ও চারু ৷ হানিমুনের সব ছবি চারু-ই শেয়ার করলেন তাঁর ইনস্টাগ্রামে ৷ যেখানে দেখা গেল সুইমিং পুলে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন চারু ও রাজীব ৷ প্রত্যেকটি ছবিতে চারু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কতটা ভালোবাসেন তাঁর স্বামী রাজীবকে ৷ ছবিতে রাজীবও বুঝিয়ে দিয়েছেন চারুর প্রেমে তিনি কতটা মগ্ন ৷ থাইল্যান্ডের এক রিসোর্টে চারু ৷