২০০৪ সাল। মুক্তি পায় রবি কিনাগী পরিচালিত 'প্রেমী' । বন্ধুত্ব আর ত্রিকোণ প্রেমের এই আখ্যান তুমুল সাড়া ফেলেছিল দর্শকমহলে। মুখ্য ভূমিকায় জিৎ, যিশু সেনগুপ্ত এবং চন্দনা শর্মা।
2/ 8
এই তিনজনের মধ্যে প্রথম দু'জন এখনও চুটিয়ে কাজ করছেন। কিন্তু ছবির নায়িকা চলে গিয়েছেন খানিক অন্তরালে।
3/ 8
মুম্বই এবং কলকাতা, দুই জায়গাতেই কাজ করেছেন চন্দনা। অভিনেত্রীর আরও একটি পরিচয়, তিনি যিশু সেনগুপ্তের শ্যালিকা। অর্থাৎ নীলাঞ্জনা সেনগুপ্তের বোন।
4/ 8
জনপ্রিয় ধারাবাহিক 'জাস্ট মহব্বত' দিতে অভিনয় জগতে চন্দনার হাতেখড়ি। সেই ধারাবাহিকে অদিতির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
5/ 8
এ ছাড়াও 'দিল হ্যায় কি মানতা নেহি', 'ধক ধক in দুবাই'- এর মতো ধারাবাহিকেও দেখা গিয়েছে তাকে।
6/ 8
টলিউডে 'প্রেমী' ছবির হাত ধরে জনপ্রিয়তা পান তিনি। বক্স অফিসেও সাফল্যের মুখ দেখেছিল ছবিটি।
7/ 8
দর্শকমহলে প্রশংসিত হয়েছিলেন চন্দনা। পর্দায় তার সারল্য, অভিনয়- চর্চা হয়েছিল সব নিয়েই । তবে এর পর আর কোনও বাংলা ছবিতে দেখা যায়নি তাকে । ২০১১ সালে 'মুম্বই মাস্ট কলন্দর' নামে একটি ছবি করেছিলেন তিনি।
8/ 8
এখন খুবই বেছে কাজ করেন চন্দনা। ইতিমধ্যেই অভিনেত্রীর হাতেখড়ি হয়েছে ওটিটি-তে। ২০২০ সালে 'ক্রিমিনাল জাস্টিস' - এ অভিনয় করেছিলেন তিনি।
Chandana Sharma: সুপারহিট প্রেমী-তে জিতের নায়িকা! একটি ছবির পরেই উধাও, কেমন আছেন যিশুর শ্যালিকা
২০০৪ সাল। মুক্তি পায় রবি কিনাগী পরিচালিত 'প্রেমী' । বন্ধুত্ব আর ত্রিকোণ প্রেমের এই আখ্যান তুমুল সাড়া ফেলেছিল দর্শকমহলে। মুখ্য ভূমিকায় জিৎ, যিশু সেনগুপ্ত এবং চন্দনা শর্মা।
Chandana Sharma: সুপারহিট প্রেমী-তে জিতের নায়িকা! একটি ছবির পরেই উধাও, কেমন আছেন যিশুর শ্যালিকা
দর্শকমহলে প্রশংসিত হয়েছিলেন চন্দনা। পর্দায় তার সারল্য, অভিনয়- চর্চা হয়েছিল সব নিয়েই । তবে এর পর আর কোনও বাংলা ছবিতে দেখা যায়নি তাকে । ২০১১ সালে 'মুম্বই মাস্ট কলন্দর' নামে একটি ছবি করেছিলেন তিনি।