আজ ফাদার্স ডে ৷ বাবারা যে সাবার জীবনে সেরা, সেটাই বোঝালেন তাদের লাডলিরা ৷ বিপাশা থেকে অনুষ্কা, সবাই বাবাকে বিশেষ দিনে, বিশেষ ভাবে স্মরণ করলেন ৷ বাবা মানেই সই পুরুষ যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় ৷ বাবার সঙ্গে অনুষ্কা ৷ Photo Courtesy: Instagram
2/ 7
বাবা তাঁর আনন্দের সহযোগী ৷ সেই মতোই আজেক পোস্ট বিপাশার ৷ Photo Courtesy : Instagram
3/ 7
বাবাকে হারিয়েছেন তিনি ৷ কিন্তু বাবার প্রভাব থেকে যাবে জীবনভর ৷ জানিয়েছেন প্রিয়াঙ্কা ৷ Photo Courtesy : Instagram
4/ 7
ছেলেবেলা হোক বা বড় ৷ বাবার সঙ্গে কাটানো সময় অমূল্য ৷ আলিয়ার ছবি থেকেই স্পষ্ট ৷ Photo Courtesy : Instagram
5/ 7
বাবার পথ অনুসরণ করেই তাঁর বড় হওয়া৷ বাবা অনিলই তার কাছে সেরা৷ ছোট্ট সোনমকে কোলে নিয়ে অনিল কাপুর৷
6/ 7
তাঁর সাফল্যের পিছনে রয়েছেন তাঁর বাবা ৷ বলছেন নুসরত ৷ Photo Courtesy : Instagram
7/ 7
বাবাই তাঁর প্রথম প্রেম ৷ বলছেন সায়ন্তিকা ৷ Photo Courtesy: Twitter
আজ ফাদার্স ডে ৷ বাবারা যে সাবার জীবনে সেরা, সেটাই বোঝালেন তাদের লাডলিরা ৷ বিপাশা থেকে অনুষ্কা, সবাই বাবাকে বিশেষ দিনে, বিশেষ ভাবে স্মরণ করলেন ৷ বাবা মানেই সই পুরুষ যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় ৷ বাবার সঙ্গে অনুষ্কা ৷ Photo Courtesy: Instagram