শুধু রণবীর-আলিয়ার নয় করোনার জন্য বিয়ে ভেস্তে গেল এই সেলেবদেরও !
২০২০ বড়ই নির্মম। করোনার জেরে এই বছর অনেক বড় ইভেন্ট বন্ধ হয়ে গেছে। সিনেমার রিলিজ পিছিয়েছে। বহু সেলিব্রিটিও আমাদের ছেড়ে গিয়েছেন। আর এর মাঝেই বেশ কয়েকটি বিয়েও ভেস্তে গিয়েছে।


২০২০ বড়ই নির্মম। করোনার জেরে এই বছর অনেক বড় ইভেন্ট বন্ধ হয়ে গেছে। সিনেমার রিলিজ পিছিয়েছে। বহু সেলিব্রিটিও আমাদের ছেড়ে গিয়েছেন। আর এর মাঝেই বেশ কয়েকটি বিয়েও ভেস্তে গিয়েছে। রণবীর কাপুর, আলিয়া ভাট কিংবা বরুণ ধাওয়ান, নাতাশা দালাল- বছরের শুরু থেকেই বেশ কয়েকজন বলি-সেলেবের বিয়ের গুঞ্জন শুরু হয়েছিল। শোনা যাচ্ছে করোনার থাবায় পিছিয়েছে বিয়ের সেই প্ল্যান। তালিকার প্রথমেই থাকবেন রণবীর ও আলিয়া। বলিউডে সব চেয়ে বেশি চর্চায় রয়েছেন এই কাপল। বছর দুয়েক ধরে প্রেম করছেন, তবে ব্রহ্মাস্ত্র-র শ্যুটিং ফ্লোরে সেই সম্পর্ক আরও গাঢ় হয়। কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া যায়, এই বছর বিয়ে করতে চলেছেন রণবীর ও আলিয়া। বিয়ের প্রস্তুতিও না কি শুরু হয়ে গিয়েছিল। তবে করোনার জেরে এখন সব কিছু থমকে। সম্প্রতি জানা গিয়েছে, ডিসেম্বরে ব্রহ্মাস্ত্র-র মুক্তির পরই বিয়ে করবেন রণবীর ও আলিয়া।


অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। বি-টাউনে এই দু'জনের প্রেম নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। একাধিকবার নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে দু'জনকে। শোনা যাচ্ছে, এই বসন্তে বিয়ে সারার পরিকল্পনা রয়েছে অর্জুন ও মালাইকার। খ্রিস্টান নিয়মেই বিয়ে করতে পারেন তাঁরা। তবে করোনার মাঝে কী হচ্ছে, তা এখনও পরিষ্কার নয়।


বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। ছোটবেলার বন্ধু নাতাশা দালালের সঙ্গেই সম্পর্কে রয়েছেন। দু'জনের সম্পর্ক বেশ চর্চিত বলি-পাড়ায়। একাধিকবার ফ্যানেদের নজরে এসেছেন দু'জনে। দীর্ঘ দিন ধরে চুটিয়ে প্রেম করার পর এ বছর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছিল, এই বছর মার্চ মাসে কোনও এক ফরেন লোকেশনে বিয়ে সেরে ফেলতে পারেন তাঁরা। তবে করোনার জেরে সেই বিয়ের অনুষ্ঠান পিছিয়েছে। কবে বিয়ে করছেন, সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনও।


ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর। এঁদের প্রেম নিয়েও বলি-পাড়ায় একাধিকবার চর্চা হয়েছে। বেশ কয়েক বছর ধরেই শিবানীকে ডেটিং করছেন ফারহান। প্রায়শই নজরে এসেছেন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়েও বেশ খোলামেলা ফারহান ও শিবানী। জানা গিয়েছে, ফারহানের মেয়ে আকিরা ও শাকেয়াও এই সম্পর্ক মেনে নিয়েছে। সব ঠিক থাকলে বছর শেষেই সাতপাকে বাঁধা পড়তে পারেন ফারহান ও শিবানী।