প্রায় এক বছরেরও বেশি সময় হয়েছে চলে গিয়েছেন শ্রীদেবী ৷ আজও বলিউড-সহ তাঁর পরিবার কেউই বুলতে পারেননি রূপকি রানি ৷ সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শ্রীদেবীর স্বামী বনি কাপুর প্রয়াত স্ত্রীর স্মরণে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ৷ কোমল নহতার শো কোমল নহতা অউর এক কাহানিতে এক কথাবার্তায় জানিয়েছেন - তিনি টাকা পয়সা কোনও ভুলভাল জায়গায় খরচ করেননি ৷ 'রেসে হারিনি, জুয়াতেও হারিনি ৷' তবে তিনি যে যে ভুল করেছেন, সেই ভুলের অনুশোচনায় আজও মন খারাপ হয়ে ওঠে ৷ চ্যাট শোতে রীতিমত শ্রীদেবীকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বনি কাপুর ৷