

• সদ্যই ব্রাইড লুকে দীপিকা-রণবীরের ছবি প্রকাশ্যে এসেছে ৷ আর তা দেখার সঙ্গে সঙ্গেই ‘দীপবীর’-এর লুকস নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা ৷ সব্যসাচীর পোশাকে দুর্দান্ত লাগছিল দীপিকা-রণবীরকে ৷ কোঙ্কনী রীতিতে বিয়ের সময় দীপিকা পরেছিলেন গোল্ডেন-অরেঞ্জ শাড়ি ৷ রণবীরের গায়ে ছিল সাদা কুর্তা পাজাম ৷ অন্য দিকে সিন্ধি বিয়েতে লালচে গোলাপি রঙের লেহেঙ্গা চোলি আর শেরওয়ানিতে সেজেছিলেন বাজিরাও-মস্তানি ৷


• পোশাকের পাশাপাশি নজর কেড়েছে দীপিকার মাথার ওড়নাটিও ৷ খাঁটি সোনার তারের কাজ আর ঝালর দেওয়া সেই ওড়নাতে খোদাই করে লেখা ‘সদা সৌভাগ্যবতী ভবঃ’ ৷ দীপিকার হাতের এনগেজমেন্ট রিং-টি দেখেও চোখ কপালে উঠেছে অনেকের ৷ আয়তাকার বিশালাকার সোলিটেয়ার হিরেটি জ্বলজ্বল করছিল নায়িকার হাতে ৷


• রণবীর-দীপিকার প্রতিটি গয়নাই নজর কেড়েছে ৷ চোখ টানছে তার সূক্ষ্ম কাজ আর রঙের বাহারও ৷ মনে করা হচ্ছে সব মিলিয়ে দীপিকা-রণবীরের গয়নার দাম ছিল ১ কোটিরও বেশি ৷


• কিন্তু জানেন কী, এই গয়নার জন্য একটি পয়সাও খরচ করতে হয়নি দীপবীরকে ৷ দীপিকা তানিষ্কের ব্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার কারণে নাকি ১০ কোটি টাকা নিয়েছেন দীপিকা ৷