বিয়ে করতে চলেছেন বাঙালি কন্যা মৌনি রায়, চিনে নিন পাত্র সূরজ নাম্বিয়ারকে
বলি পাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই! এবার সাতপাকে বাঁধা পড়বেন বাঙালি কন্যা মৌনি রায়। পাত্র সূরজ নাম্বিয়ার। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মৌনির মা আর ভাই নাম্বিয়ার পরিবারের সঙ্গে না কি পাকা কথাও সেরে এসেছেন।


বলি পাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই! এবার সাতপাকে বাঁধা পড়বেন বাঙালি কন্যা মৌনি রায়। পাত্র সূরজ নাম্বিয়ার। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মৌনির মা আর ভাই নাম্বিয়ার পরিবারের সঙ্গে না কি পাকা কথাও সেরে এসেছেন।


সূরজ- মৌনির বিয়ের পাকা কথা আবার হয়েছে বলিউডের আরেক চেনা মুখ মন্দিরা বেদির বাড়িতে। আসলে মন্দির আর মৌনি পরস্পরের বেশ ঘনিষ্ঠ, অন্য দিকে নাম্বিয়ার পরিবারের সঙ্গেও রয়েছে মন্দিরার হৃদ্যতা। তাই বলিউডের বাতাসে ছড়িয়ে পড়েছে খবর- মন্দিরা-ই না কি এই বিয়েতে ঘটকালি করছেন! এমন কথাও শোনা যায় যে তাঁর দেওয়া এক পার্টিতেই আলাপ হয়েছিল মৌনি আর সূরজের। অবশ্য মৌনি বা মন্দিরা- বলিউডের দুই নায়িকার কেউ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। এবার প্রশ্ন হল, 'রেড' নায়িকা বলিউড ছেড়ে সুদূর দুবাইয়ে যাঁর প্রেমে পড়লেন, সে সূরজ নাম্বিয়ার কে ?


আর ভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক করেছেন সূরজ। পাশাপাশি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ইনভেসমেন্ট সায়েন্স ও ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন।