

শাহরুখ মুসলিম, গৌরি হিন্দু ব্রাহ্মণ...কিন্তু প্রেম কি আর জাত-পাতের বাধা মানে? প্রথমদিকে পরিবারের মধ্যে আপত্তি ছিল ঠিকই, কিন্তু সেসবে কখনওই পাত্তা দেননি বাদশা-বেগম! বরং ধ্বজা উড়িয়ে ভালবাসার উদযাপন করেছেন! কিন্তু জানেন কি, শাহরুখ গৌরিকে বলেছিলেন বোরখা পরতে, নাম বদলে নতুন নাম আয়েশা রাখতে!


তবে গোড়া থেকেই বলা যাক! তখন সবে সবে শাহরুখ-গৌরির বিয়ে হয়েছে! দিল্লিতে গৌরির বাড়ির একটি বিয়েতে দু'জনে নিমন্ত্রিত! গৌরির পরিবার প্রচণ্ড রক্ষণশীল! কিং-খান অনুষ্ঠানে ঢুকতেই শুরু হয়ে যায় গুজগুজ-ফুসফুস! এ-ওকে ঠেলা মেরে বলতে শুরু করেন, 'ছেলেটি মুসলিম'! কেউ বা আবার প্রশ্ন করেন, '' আচ্ছা ও কি গৌরির নাম বদলে দেবে?''


কিং খানের সামনেই চলছিল এই সমস্ত জল্পনা-কল্পনা... একসময়ে আর থাকতে না পেরে নীরবতা ভাঙলেন শাহরুখ! গৌরির রক্ষণশীল পরিবারের সদস্যদের বললেন, ''হ্যাঁ গৌরির নাম বদলে দেওয়া হবে। ওর নতুন নাম হবে আয়েশা!''


অভিনেত্রী ফরিদা জালালকে দেওয়া একটি সাক্ষাৎকারে পুরনো এই গল্প বলেছিলেন শাহরুখ! তাঁর ভাষায়, '' সেদিনের ওই রিসেপশনের একমাত্র আলোচনার টপিক যেন আমি! একসময়ে আর চুপ থাকতে পারলাম না! ওদের সঙ্গে একটু ঠাট্টা করতেই গৌরিকে বললাম, তুমি এবার বোরখাটা পড়! এরপর ওর বাড়ির লোকেদের উদ্দেশ্য করে বলেছিলাম, '' এবার থেকে ও সবসময় বোরখা পরে থাকবে!''