

*প্রথমবার মা হবেন অনুষ্কা শর্মা। নতুন বছরের শুরুতেই আসবে নতুন অতিথি। দেশের অন্যতম চর্চিত জুটি বিরুষ্কার সন্তানের আগমন ঘিরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উন্মাদনার শেষ নেই। ছবি: ইনস্টাগ্রাম।


*অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অনুষ্কা। তারপর থেকেই পেজ থ্রি-র পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে হবু বাবা-মা। তাঁর প্রেগন্যান্সি ফ্যাশন থেকে ডায়েট- সবই প্রথম থেকেই সংবাদ শিরোনামে। এমনকি এই অবস্থায় ম্যাগাজিনের কভার ফটোর জন্য শুটিংও করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।


*নতুন বছরের প্রথম দিনে অভিনেত্রী বন্ধুদের সঙ্গে লাঞ্চে যোগ দিলেন বিরাটের সঙ্গে। সস্ত্রীক হার্দিক পান্ডিয়া-সহ মোট আটজনে মিলে এ দিন লাঞ্চে গিয়েছিলেন। সেই ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন বিরাট নিজেই।


*কালো শর্ট লেন্থের পোশাকে হবু মা-কে লাগছিল মোহময়ী। তাঁকে কার্যত আগলে রেখেছিলেন ক্যাপ্টেন কোহলি। ক্যাপশনে বিরাট লেখেন, "Friends who test negative together spend positive time together! ☺️ Nothing like a get together at home with friends in a safe environment. May this year bring a lot of hope, joy, happiness and good health. Stay safe! #HappyNewYear2021" ছবি: ইনস্টাগ্রাম।


*প্রসঙ্গত, গত বুধবার সাদা-নীল স্ট্রাইপ স্লিভলেস মিডি ড্রেসে বিরাটের সঙ্গে শেষ মুহূর্তের চেক-আপের জন্য ক্লিনিকে গিয়েছিলেন গর্ভবতী অনুষ্কা। সঙ্গে পায়ে ছিল সাদা রঙের কেডস। করোনা আবহে খুব স্বাভাবিকভাবে মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন নায়িকা। মুখ ঢাকা ছিল বিরাটেরও। ক্লিনিকে দেখানোর পরে গাড়িতে দু-জনকে সেখান থেকে বেরিয়ে যেতেও দেখা যায়। ছবি: ইনস্টাগ্রাম।


*আপতত গর্ভাবস্থার তৃতীয় ও শেষ পর্যায়ে রয়েছেন অনুষ্কা। চলতি মাসেই ভূমিষ্ঠ হবে সন্তান। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে ছুটি নেননি নায়িকা। গোটা আইপিএলের মরসুম বিরাটের সঙ্গে দুবাইতে কাটিয়ে দেশে ফেরবার পর টানা এক সপ্তাহ বিজ্ঞাপনী প্রচারের শ্যুটিং সেরেছেন। ছবি: ইনস্টাগ্রাম।