

• গত ১১ জানুয়ারি নতুন অধ্যায় শুরু হয়েছে বিরাট-অনুষ্কার জীবনে । তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য । বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার প্রথম সন্তান ভামিকা । ছবি-ইনস্টাগ্রাম ।


• মেয়েকে এখনও প্রকাশ্যে আনেননি বিরুষ্কা । মেয়ের জন্মের পরই এই তারকা দম্পতি জানিয়েছিলেন, সন্তানকে মিডিয়ার আকর্ষণ থেকে দূরেই রাখতে চান । তাঁরা চান তাঁদের সন্তান সেলিব্রিটি হিসেবে নয়, সাধারণ মানুষের মতোই বড় হয়ে উঠুক । ছবি-ইনস্টাগ্রাম ।


• মা দুর্গার নামে তাঁরা মেয়ের নাম রেখেছেন ভামিকা । বিরাট-অনুষ্কা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় । মেয়ের মুখ আড়াল করা দু’টি ছবিও তাঁরা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় । কিন্তু তাকে সামনাসামনি আনেননি এখনও । ছবি-ইনস্টাগ্রাম ।


• দেখতে দেখতে মেয়র বয়সও ২ মাস হয়ে গেল । গতকাল ছিল ১১ মার্চ । ভামিকার ২ মাস পূর্তি সেলিব্রেট করলেন বিরুষ্কা । সে খবরও জানালেন সোশ্যাল মিডিয়ায় । ছবি-ইনস্টাগ্রাম ।