মাধুরী দীক্ষিতের নামেই রয়েছে মায়া। এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সেই ভুবনজয়ী হাসি মুখটা! তাঁর হাসিতেই মাতাল গোটা দুনিয়া। photo source collected
2/ 5
মাধুরী ৯০এর দশকে চুটিয়ে কাজ করেছেন বলিউডে। সলমন খান, আমির খান, শাহরুখ খান থেকে শুরু করে সঞ্জয় দত্ত কার সঙ্গে কাজ করেননি তিনি। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য তখন সবাই পাগল ছিল। photo source collected
3/ 5
মাধুরী মানে একটা যুগ। আজ বয়স ছাড়িয়েছে ৫০! তবুও তাঁর সেই মিষ্টি হাসি আজও একটুও ফিঁকে হয়নি। এখনও সিনেমায় তাঁকে দেখা গেলেই পাগল হয়ে যায় দর্শক। photo source collected
4/ 5
রণবীর কাপুরের সঙ্গে এখনও তিনি পারেন ,'ঘাগরা' নাচতে। আর নাচ যেন মাধুরীর রক্তে মিশে রয়েছে। সদ্যই মুক্তি পেয়েছে মাধুরীর ছবি 'কলঙ্ক'। আবারও মাধুরীকে নিয়ে পাগল হয়েছে দর্শক। photo source collected
5/ 5
সাদা শাড়িতে তাঁর এই ছবি গুলো দেখলে বোঝা যায় আজও মাধুরী পারেন একাই সবার মন জয় করে নিতে। বলা হয় সুচিত্রা সেনের সঙ্গে এই অভিনেত্রীর হাসি মেলে। photo source collected