শ্রীদেবীর দুই মেয়ে। জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। জাহ্নবী মায়ের পথেই হেঁটেছেন। অভিনয়কেই নিজের কেরিয়ার করেছেন তিনি। photo source instagram
2/ 5
তবে শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কিন্তু এখনও সিনেমা জগতে আসেননি। তবে দিদি এবং মায়ের মতোই অভিনয়কেও তিনি তাঁর কেরিয়ার করতে চান। photo source collected
3/ 5
শ্রীদেবী মারা যাওয়ার পর বনি কাপুরের আগের পক্ষের ছেলে ও মেয়ের সঙ্গে সম্পর্ক বেশ ভাল হয়েছে জাহ্নবী ও খুশি কাপুরের। অর্জুন তাঁর এই দুই বোনকে নিয়েও ভাবতে শুরু করেছেন। তাঁদের সঙ্গে সময়ও কাটান অর্জুন। photo source collected