

সুশান্ত মৃত্যু কাণ্ডের সূত্রে শুরু হওয়া মাদক মামলায় ফের নতুন মোড়৷ হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত রিপোর্টে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, এই মামলায় ধৃত দুই অভিযুক্ত নিজেদের বয়ান থেকে পিছিয়ে এসেছে৷ Photo-File


সুশান্ত সিং রাজপুতের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক দীপেশ সাওয়ান্তকে মাদক পাচারের অভিযোগে মুম্বইয়ের বান্দ্রার বাসিন্দা জাইদ ভিলাত্রা এবং আব্দুল বসিত পারিহারকে গ্রেফতার করেছিল এনসিবি৷Photo-File


এই দুই ধৃতের বয়ানের উপরে ভিত্তি করেই রিয়া চক্রবর্তীর ভাই শৌভিককে গ্রেফতার করেছিল এনসিবি৷ সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, দুই ধৃতই এখন তাদের দেওয়া বয়ান অস্বীকার করছে৷ তারা এখন দাবি করছে, এনসিবি জোর করে তাদের থেকে বয়ান আদায় করে নিয়েছে৷ Photo-File


এনসিবি দাবি করেছিল, পারিহার নামে ওই মাদক পাচারকারী শৌভিকের নির্দেশে ভিলাত্রা এবং ইব্রাহিমের থেকে মাদক কিনত৷ পারিহার আরও দাবি করেছিল, শৌভিকের নির্দেশেই সে স্যামুয়েল মিরান্ডার হাতে মাদক তুলে দিত৷ Photo-File


এনসিবি আধিকারিকরা আরও দাবি করেছিলেন, শৌভিকের ফোন থেকে উদ্ধার হওয়া একটি মেসেজ অনুযায়ী, সে পারিহারকে ৫ গ্রাম মারিজুয়ানার দাম বাবদ ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল৷মাদক মামলায় সোমবার ফের রিয়া চক্রবর্তীকে দীর্ঘক্ষণ জেরা করে এনসিবি৷ রবিবারও তাঁকে প্রায় ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল৷ Photo-File