মুক্তি পেয়েছে ভিরা দি ওয়েডিং-এর ট্রেলার ৷ উপস্থিত ছিলেন ছবির নায়িকারা ৷
এই প্রথমবার একসঙ্গে কাজ করলেন করিনা ও সোনম ৷
শ্যুটিং ফ্লোরেই জমে উঠেছিল এই দুই নায়িকার রসায়ন ৷
গর্ভবতী অবস্থায় ছবির শ্যুটিং করেছিলেন করিনা ৷
সাদা গাউনে ভিরা দি ওয়েডিং-এর ট্রেলার মুক্তিতে উপস্থিত সোনম ৷
ছবিতে রয়েছেন স্বরা ভাস্কর ৷ তিনিও ছিলেন উপস্থিত ৷
ছবির আরেক নায়িকা শিখা ৷ তাঁর প্রশংসায় পঞ্চমুখ সোনম, করিনা ৷
...