

সানির বিরুদ্ধে ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন একটি অনুষ্ঠানের উদ্যোগক্তা। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তেতেই সানি লিওনকে জেরা করে কেরল পুলিশ।


বিগত কিছুদিন ধরেই কেরলের পুভারে রয়েছেন সানি লিওন। একদিকে ছুটি কাটানো, অন্যদিকে চলছে সিনেমার শ্যুটিংও! এরমাঝেই বিপত্তি! শনিবার এরনাকুলম ক্রাইম ব্রাঞ্চে তাঁর বয়ান রেকর্ড করে।


জানা যায়, আর শিয়াস নামে একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কো-অর্ডিনেটর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ২০১৬ সাল থেকে কোচিতে মোট ১২টি অনুষ্ঠানের উদ্বোধনের জন্য ২৯ লক্ষ টাকা নিয়েছিলেন সানি লিওন। কিন্তু একটা অনুষ্ঠানেও যোগ দেননি সানি। অভিযোগের সঙ্গে শিয়াস অভিনেত্রীর সঙ্গে আর্থিক লেনদেনের নথিও পুলিশের কাছে জমা দেন।


জেরায় টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন সানি। কিন্তু তাঁর সাফাই অন্তত ৫টা অনুষ্ঠানের ক্ষেত্রে ওই ইভেন্ট কোম্পানি বারবার ডেট পিছিয়ে দিতে থাকে, কাজেই তিনি যোগ দিতে পারেননি!