1/ 5


চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত, কেটে গিয়েছে অনেকগুলো দিন, কিন্তু আজও তাঁর স্মৃতি তরতাজা! গতবছর ১ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় সুশান্তের ছবি ড্রাইভ! বিপরীতে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ! স্মৃতির পাতায় ঝকঝক করছে ড্রাইভ-এর শ্যুটিং চলাকালীন সুশান্ত-জ্যাকলিনের সুন্দর কিছু মুহূর্ত! দেখুন--Photo source: collected
2/ 5


শ্যুটিংয়ের ফাঁকে আড্ডা! বেয়ার বডি সবুজ শর্টস-এ সুপার সেক্সি সুশান্ত! ফ্লোরাল বিকিনিতে জ্যাকনিল যেন জলপরী!
3/ 5


ধর্মা প্রোডাকশনের ব্যানারে ছবিটির প্রযোজনা করেছিলেন হীরু যশ জোহর, করণ জোহর ও অপূর্ব মেহতা। ২০১৮-এ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু রিলিজ পিছিয়ে ২০১৯ করা হয়। কিন্তু তারপরও ছবিটি হলে মুক্তি পায় না। অবশেষে গতবছর নেটফ্লিক্সে রিলিজ করেছে ছবিটি।