

• জীবন একটাই, আর সেই একটা মাত্র জীবন নিজের মর্জি মতো বাঁচার অধিকারও একমাত্র নিজের । পরিবারের রক্তচক্ষু, সমাজের অনুশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মর্জি মতো সেই জীবনকে উপভোগ করতে সবাই পারেন না । অনেক সময় তারকারাওসেই নিয়মের যাঁতাকলে আটকে পড়েন । আবার অনেকেই আছেন যাঁরা শুধুমাত্র নিজেদের শর্তেই বেঁচেছেন । প্রেম, সম্পর্ক, বিয়ে, প্রেগন্যান্সি নিয়ে সমাজের হাজারও নিয়ম-রীতি থাকলেও সে সবের পরোয়া করেননি তাঁরা । বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছেন, সে কথা স্বীকারও করেছেন বুক ফুলিয়ে । অনেকে প্রকাশ্যে স্বীকার করেননি ঠিকই, কিন্তু আড়ালও করেননি । বলিপাড়ায় এই তালিকাটা কিন্তু বেশ লম্বা ।


• কঙ্গনা সেনশর্মা- অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা সেনশর্মা ৷ রণবীর শোরের সঙ্গে দীর্ঘদিনের লিভইন রিলেশনে ছিলেন ৷ তিনি প্রেগন্যান্ট হয়েছিলেন বিয়ের আগেই ৷ তারপর অবশ্য চার হাতের মিলন হয় । তবে এখন তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে ।


• শ্রীদেবী - বলিউডের অন্যতম সেরা সুন্দরী ৷ তাঁকে ঘিরে কত মানুষের কত স্বপ্ন ৷ আজ তিনি নেই ৷ কিন্তু তিনিই প্রথম বলি মেনস্ট্রিম অভিনেত্রী যিনি বিয়ের আগেই প্রেগন্যান্সির কথা স্বীকার করে নিয়েছিলেন প্রকাশ্যে ৷ বনি কাপুর ও তাঁর সম্পর্কের প্রথম সন্তান বিয়ের আগেই এসেছিল ৷ তাঁদের বড় মেয়ে জাহ্নবী কাপুর এখন নিজেও নায়িকা । ছোট মেয়ে খুশি কাপুর অবশ্য অভিনয় জগতেএখনও পা দেননি ।


• সরিকা- মূলত দক্ষিণী হিরোইন , কিন্তু বলিউডেও তিনি হিল্লোল তুলেছিলেন ৷ কমল হাসানের সঙ্গে বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়েছিলেন তিনি ৷ এমনকি বড় মেয়ে জন্মানোর দু’বছর পর বিয়ে করেছিলেন তাঁরা । সেই মেয়ে শ্রুতি হাসান এখন জনপ্রিয় অভিনেত্রী । সরিকা-কমলের দ্বিতীয় সন্তান অক্ষরা হাসানও প্রতিষ্ঠিত নায়িকা । ১৯৮৮ থেকে ২০০৪ পর্যন্ত একসঙ্গে সংসার করার পর কমল হাসানের সঙ্গে সরিকার বিচ্ছেদ হয়ে যায় ।


• অমৃতা আরোরা- বলিউডে খুব বেশি হিট দিতে না পারলেও তিনি যে চূড়ান্ত হট, তা নিয়ে কোনও সন্দেহই নেই ৷ নিজের ব্যববসায়ী বয়ফ্রেন্ড শাকিল লাদাখের সঙ্গে থাকাকালীন সন্তানসম্ভবা হয়েছিলেন ৷ পরে বিয়ে করেন তাঁরা ।


• সেলিনা জেটলি- তিনিও বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন । সে কথা স্বীকার করেই ২০১১ সালে বিয়ে করেন পিটার হেগে’কে । এরপরেই জানুয়ারি মাসে তাঁর যমজ সন্তান হয় ৷ ২০১৭ সালে ফের মা হন সেলিনা ৷ এ বারেও যমজ সন্তান হয় তাঁর ৷


• ট্যুইঙ্কল খান্না- টুইঙ্কল খান্না , অক্ষয়ের ঘরণী ৷ ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম সন্তান, আরভের মা হন তিনি ৷ বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন ট্যুইঙ্কল ।


• মহিমা চৌধুরী- তাঁর ফেম ও গ্ল্যামার বলিউডে পা দিয়েই আকাশ ছুঁয়েছিল ৷ ২০০৬ সালে ববি মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি ৷ তবে বিয়েটা একেবারেই গোপনে সারা হয়েছিল ৷ কারণ তিনি তখন সন্তানসম্ভবা ছিলেন ৷


• নীনা গুপ্তা- প্রকাশ্যেই ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের সঙ্গে প্রেম করেছিলেন নীনা । অন্তঃসত্ত্বা হয়েছিলেন । কিন্তু স্ত্রী’কে ডিভোর্স দিতে অস্বীকার করেন ভিভ । নিজেই তখন মাসাবা’র জন্মে দিয়েছিলেন দৃঢ়চেতা নীনা । তাঁকে মানুষ করেছেন । নিজের জীবনের সঙ্গে কখনও অপোস করেননি । মাসাবা আজ একজন সফল ফ্যাশন ডিজাইনার ।


• এমি জ্যাকসন- গত বছর বয়ফ্রেন্ড জর্জের সঙ্গে এনগেজমেন্ট হয়েছিল এমির । তার সঙ্গে সঙ্গেই প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন তিনি । ফুটফুটে পুত্র সন্তানের মা তিনি । খুব শীঘ্রই তাঁদের বিয়ে করার পরিকল্পনা রয়েছে ।


• নেহা ধুপিয়া- চুপিসাড়ে বয়ফ্রেন্ড অঙ্গদ বেদিকে বিয়ে করে নেন নেহা । তারপরেই ঘোষণা করেন তিনি মা হতে চলেছেন । বিযের আগেই সন্তানসম্ভবা ছিলেন তিনিও ।


• কল্কি কোয়েচলিন- পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদর পর বয়ফ্রেন্ড গাই হাসবার্গ আর কল্কি এখনও সাত পাকে বাঁধা পড়েননি । তবে ইতিমধ্যে মা হয়েছেন অভিনেত্রী ।


• স্বপ্না চৌধুরি- গায়িকা স্বপ্না চৌধুরিও বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন । ফলে লকডাউনের মধ্যে গোপনে বিয়েও সেরে ফেলেন । এরপর বিয়ে এবং সন্তান আসার খবর একইসঙ্গে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ।


• নাতাশা স্তাকোভিচ- ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার গার্লফেন্ড নাতাশাও সন্তানসম্ভবা হয়ে যান বিয়ের আগেই । ফলে লকডাউনের মধ্যে তড়িঘড়ি বিয়ে ও প্রেগন্যান্সির খবর শেয়ার করেন হার্দিক । এখন পুত্র সন্তান অগস্ত্য’কে নিয়ে সুখী পরিবার তাঁদের ।


• গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়েডস- অর্জুন রামপালের সঙ্গে লিভইন সম্পর্কে রয়েছেন গ্যাব্রিয়েলা । গত বছর পুত্র আরিক রামপালের জন্ম দিয়েছেন গ্যাব্রিয়েলা ।