1/ 5


• সুশান্ত সিং রাজপুতের কাছের বন্ধু সিদ্ধার্থ পিঠানি বান্দ্রা পুলিশের কাছে একটি ই–মেলে দাবি করেছেন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বয়ান দিতে চাপ দিচ্ছে সুশান্তের পরিবারের লোকেরা।
2/ 5


• বান্দ্রা পুলিশের কাছে গত ২৮ জুলাই ই–মেলের মাধ্যমে অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিহার পুলিশের আইপিএস অফিসার ওপি সিং, সুশান্তের বোন মিতু সিং, জামাইবাবু ও একজন তৃতীয় ব্যক্তি একসঙ্গে কনফারেন্স কল করেছিলেন সিদ্ধার্থকে।
3/ 5


• তার আগে, ২৭ জুলাই এককভাবে ও পি সিং ফোন করেন সিদ্ধার্থকে এবং বিহার পুলিশের কাছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য বলেন। অভিযোগে সিদ্ধার্থ লিখেছেন, তাঁকে চাপ দেওয়া হয়েছিল।
4/ 5


• অভিযোগে স্পষ্ট সিদ্ধার্থ বলেছেন, রিয়ার বিরুদ্ধে বয়ান দিতে তাঁকে জোর করা হচ্ছিল। এমন কয়েকটি বিষয়ে কথা বলতে বলা হচ্ছিল, যেগুলি তিনি জানেন না।