

• গোটা দেশে দাবি উঠছে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়া হোক । কারণ মুম্বই পুলিশের তদন্তের গতিবিধি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ।


• বলিউডের বহু হেভিওয়েট তারকারাও বারবার সিবিআই তদন্তের দাবি তুলে আসছেন প্রথম থেকেই । তবু সুশান্তের পরিবারের তরফে এখনও পর্যন্ত সিবিআই তদন্তের দাবি জানানো হয়নি ।


• কিন্তু কেন? স্পষ্টই সেই প্রশ্নের উত্তর দিলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি । তিনি জানান, রাজপুত পরিবার মুম্বই পুলিশের রিপোর্টের অপেক্ষা করছে । তাই এখনও সিবিআই তদন্তের দাবি জানাননি তাঁরা ।


• সুশান্তের মৃত্যুর পর থেকেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। এখনও পর্যন্ত ৩৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে এই মামলায় । তার মধ্যে রয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’র পরিচালক ও দীর্ঘদিনের বন্ধু মুকেশ ছাবড়া, পরিচালক সঞ্জয় লীলা বনশালি, মহেশ ভাট-সহ সুশান্তের চিকিৎসক, রাঁধুনি, পরিবারের লোকজন ও বলিউডের আরও কিছু ব্যক্তি ।