

• এবার সুশান্তের মৃত্যু নিয়ে মারাত্মক দাবি করলেন সুশান্তের বন্ধু যুবরাজ সিং। তিনি দাবি করেছেন, সুশান্তের প্রাক্তন ম্যানেজারের সঙ্গে সুশান্তের মৃত্যুর কারণ জড়িয়ে আছে। সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা আত্মহত্যা করেন। যুবরাজ দাবি করেছেন, দিশার প্রেমিক রোহন রাই সুশান্তের মৃত্যু নিয়ে অনেক কিছু জানেন।


• একটি জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের বন্ধু দাবি করেছেন, একটি নয়, পরপর দুটি খুন করা হয়েছে। সেই কারণে তিনি দিশার প্রাক্তন প্রেমিক রোহন রাইকে গ্রেফতার করতে বলেন। তিনি বলেন, রোহনকে গ্রেফতার করলেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সবার আগে রোহনের নার্কো টেস্ট করা উচিত।


• যুবরাজ সিং এই গোটা বিষয়টিতে অত্যন্ত আত্মবিশ্বাসী বলেও দাবি করেছেন টিভিতে। তিনি বলেছেন, সিবিআই–এর উচিত এখন দ্রুত পদক্ষেপ করা। কারণ, দু’টি খুনের তত্ত্ব এখানে মোটামুটি স্পষ্ট। উল্লেখ্য সুশান্তের মৃত্যুর ক’দিন আগেই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা আত্মহত্যা করেন। সে নিয়েও বিশেষ জলঘোলা শুরু হয় বলিউডে।


• যুবরাজ সিং সুশান্ত সিং রাজপুতের পরিবারের আইনজীবীকে বলেছেন, এটা স্পষ্ট গলায় দড়ি পেঁচিয়ে হত্যার ঘটনা। সেই হত্যার ঘটনাটিকে চিহ্নিত করতে গেলে অবশ্যই দিশার প্রেমিককে গ্রেফতার করতে হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, সুশান্তের টাকা পয়সা নয়ছয় করা হয়েছিল।