

বাবার সঙ্গে সুশান্তের সম্পর্ক ভাল নয়, গত পাঁচ বছরে দেখাও করেনি সুশান্ত সিং রাজপুত- নিউজ18-র কাছে সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন বান্ধবী রিয়া চক্রবর্তী ৷ কিন্তু সদ্য প্রকাশ্যে আসা প্রয়াত অভিনেতার কল রেকর্ড বলছে অন্য কথা ৷


একাধিক চাঞ্চল্যকর দাবির মধ্যে,সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে রিয়া এও বলেন, বাবার সঙ্গে নাকি সম্পর্ক একেবারেই ভাল ছিল না সুশান্তের । এমনকি বাবা কেকে সিংয়ের সঙ্গে গত ৫ বছরে কখনও সুশান্ত দেখে করেনি বলেও দাবি করেন ‘জলেবি’ নায়িকা । কিন্তু সুশান্ত সিং রাজপুতের কল রেকর্ডস অনুযায়ী নিয়মিত বাবার সঙ্গে কথা হত সুশান্তের ৷


কল রেকর্ডসের তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে ৬ জুন বাবার সঙ্গে শেষবার কথা হয় সুশান্তের ৷ ৬ জুন বাবাকে ১১ মিনিটের হোয়াটসঅ্যাপ কল করেন প্রয়াত অভিনেতা ৷ তার আগে ১৮ ও ১৯ মে বাবাকে ফোন করেছিলেন সুশান্ত ৷


শুধু নিউজ18-র সাক্ষাৎকারেই নয়, CBI-NCB’র জেরাতেও রিয়া দাবি করেছেন, ‘সুশান্তের সঙ্গে ওর বাবার সম্পর্কও ভাল ছিল না । আমি আসার আগে সুশান্ত ৫ বছর বাবার সঙ্গে দেখা করেনি । ওর মা মারা যাওযার পর বাবা সন্তানদের থেকে দূরে সরে গিয়েছিলেন । সুশান্ত ওঁর মায়ের খুব কাছের ছিল । মায়ের জন্য দুঃখ পেত । ওরা মা-ও অবসাদের স্বীকার ছিলেন’’ ৷ এখন কল রেকর্ডের তথ্য সামনে আসায় প্রশ্ন উঠেছে তবে কি তদন্তকারীদের মিথ্যে কথা বলেছেন সুশান্তের বান্ধবী রিয়া ৷