• সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রথমবার মিডিয়ার মুখোমুখি রিয়া চক্রবর্তী । বৃহস্পতিবার, সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি । আর সেই সাক্ষাৎকারেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন রিয়া ।
2/ 6
• একাধিক চাঞ্চল্যকর দাবির মধ্যে, গতকালের ওই সাক্ষাৎকারে রিয়া এও বলেন, বাবার সঙ্গে নাকি সম্পর্ক একেবারেই ভাল ছিল না সুশান্তের । এমনকি বাবা কেকে সিংয়ের সঙ্গে গত ৫ বছরে কখনও সুশান্ত দেখে করেনি বলেও দাবি করেন ‘জলেবি’ নায়িকা ।
3/ 6
• রিয়া এও বলেন, ৮-১৩ জুন পর্যন্ত সুশান্তের দিদি মিতু সুশান্তের সঙ্গে ছিলেন । সুশান্তের মানসিক অবস্থা ভাল ছিল না । তাই তিনি চাইছিলেন, ওঁর পরিবার ওঁর সঙ্গে থাকুক। ফেব্রুয়ারিতে সুশান্তের সঙ্গে দেখা করতে এসেছিলেন ওর আর এক দিদি ও জামাইবাবু ওপি সিং । ওঁরা রেস্তোরাঁয় একসঙ্গে খেতেও গিয়েছিলেন ।
4/ 6
• জানুয়ারিতে সুশান্ত পরিবারের সঙ্গে দেখা করতে চণ্ডীগড় যায় । কিন্তু দু’দিনের মধ্যেই ফিরে আসে । রিয়া বলেন, ‘‘সম্ভবত সুশান্ত ওঁদের ঠিক পছন্দ করতেন না । আমি ওকে ফিরতে বলিনি । এমনকী আমি তো জানতামই না সুশান্ত ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ।’’
5/ 6
• রিয়া আরও বলেন, সুশান্তের দিদিরা যখনই এক জায়গায় হতেন, ওরা ঝগড়া করতেন । সুশান্তের মানসিক অবস্থা ভাল ছিল না বলে তিনি পরিবারকে বারবার সুশান্তের পাশে থাকার জন্য বলেছিলেন । সুশান্ত কাঁদতে কাঁদতে ফোন করত । বলত, সকলে যেন তাঁর সঙ্গে দেখা করতে আসে ।
6/ 6
• ‘‘সুশান্তের সঙ্গে ওর বাবার সম্পর্কও ভাল ছিল না । আমি আসার আগে সুশান্ত ৫ বছর বাবার সঙ্গে দেখা করেনি । ওর মা মারা যাওযার পর বাবা সন্তানদের থেকে দূরে সরে গিয়েছিলেন । সুশান্ত ওঁর মায়ের খুব কাছের ছিল । মায়ের জন্য দুঃখ পেত । ওরা মা-ও অবসাদের স্বীকার ছিলেন’’, সাক্ষাৎকারে বলেন রিয়া চক্রবর্তী।