সুহানা খান বলিউডে এখনও পা রাখেননি কিন্তু তার আগেই সোশ্যালে তাঁর হট উপস্থিতি দিয়ে নিঃসন্দেহে সেনসেশন তৈরি করেছেন ৷ সাদা লেসের টপ ও শর্ট স্কার্টে তাঁর সাম্প্রতিক ছবি ফ্যানদের জাস্ট বোল্ড আউট করে দিয়েছে ৷ Photo Courtesy : Instagram
2/ 5
সুহানার এই রূপ সৌন্দর্য নিয়ে যেরকম সোশ্যাল মিডিয়া উত্তাল ৷ তেমনিই সুহানা ও তাঁর বেস্টি অগস্ত নন্দাকে নিয়েও উত্তাল মিডিয়া৷ বিভিন্ন সময়েই তাঁর কুল লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন ৷ Photo Courtesy : Instagram
3/ 5
অগস্ত নন্দা অমিতাভ কন্যা শ্বেতার ছেলে ৷ যেহেতু শাহরুখ পত্নী গৌরী ও শ্বেতা বন্ধু তাই ছোটবেলা থেকেই বন্ধু তাঁদের ছেলে মেয়েরাও ৷ Photo Courtesy : Instagram
4/ 5
ছোট থেকে তাঁরা যেরকম বড় হয়ে উঠেছেন তেমনিই বড় হয়ে উঠেছে সুহানা ও অগস্ত্যর বন্ধুত্ব ৷ Photo Courtesy : Instagram
5/ 5
একসঙ্গে চিল আউট থেকে ভ্যাকেশান কাটানো সবতেই পাওয়া যায় এই দুই বেস্টিকে ৷ Photo Courtesy : Instagram