

বলিউড অভিনেতা সোনু সুদ তই দিন যাচ্ছে প্রতিটি মানুষের অত্যন্ত কাছের মানুষে পরিণত হচ্ছেন ৷ এইবার ফের চমক তাঁকে দেখতে পাওয়া গিয়েছে আচমকাই হায়দরাবাদের এক ফাস্ট ফুডের দোকানে, হাজির এই বলিউড অভিনেতা ৷ অনিল কুমার নামের ওই দোকানির দোকানে হাজির সোনু সুদ ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


সোনু সুদই তাঁকে অনুপ্রাণিত করেছে তাই তাঁর দোকানের নাম রেখেছেন লক্ষ্মী সোনু সুদ ৷ সোনু সুদ বিষয়টি জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়াতেই সশরীরে বেগমপেটের দোকানে হাজির হয়েছেন সোনু ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


দোকানে এসে অনিলের হাতের রান্না করা প্রায়েড রাইস খেয়েছেন ব্যবসায় আরও উন্নতি করুক অনিল সেই শুভ কামনাই করেছেন সোনু সুদ ৷ অনিলের হাতের রান্না খেয়ে সোনু জানিয়েছেন তিনি অত্যন্ত খুশি আগামী দিনে সোনু আরও উন্নতি করুক তিনি মনে প্রাণে চেয়েছেন ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷


সোনু জানিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি সিদ্ধিপেটেও যাবেন যেখানে গ্রামবাসীরা তাঁর মূর্তি স্থাপিত করেছেন ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷