

লেখাপড়া ফেলে মাঠে চাষ করছে দুই কিশোরী। ছবি দেখেই তিনি বলেছেন, ওরা পড়ুক, মাঠ চষবে ট্রাক্টর। স্মার্টফোনের অভাবে লেখাপড়া মাথায়, শুনেই তিনি গ্রামের সব ছাত্রের হাতে পৌঁছে দিয়েছেন স্মার্টফোন। জনকল্যাণে এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। দরিদ্র, মেধাবী ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ ঘোষণা করলেন সোনু সুদ।


এই অভিযানের নাম দিয়েছেন সোনু- হিন্দুস্থান বাচেগা তবহি যব পড়েগা সবহি। অর্থাৎ সবাই পড়লেই দেশ বাঁচবে।


সোনু সুদ এদিন ট্যুইটারে লিখেছেন, "উচ্চশিক্ষার জন্য সার্বিক স্কলারশিপের ব্যবস্থা করছি। আমি বিশ্বাস করি আর্থিক পরিস্থিতির কারণে কেউ লক্ষ্যভ্রষ্ট হবে না আর কেউ।"


কী ভাবে মিলবে এই স্কলারশিপ?সোনু জানাচ্ছেন, যাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাঁদের আবেদন পাঠাতে হবে scholarships@sonusood.me -এই ঠিকানায়। তার পর সোনুর টিমের পক্ষ থেকেই যোগাযোগ করা হবে আবেদনপ্রার্থীর সঙ্গে।