

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানা কারণে তীব্র নিন্দার মুখে পড়ছেন পরিচালক মহেশ ভাট। এবার কঙ্গনার বোন রঙ্গোলি ট্যুইটারে অভিযোগ আনলেন, মহেশ ভাট প্রকাশ্যে কঙ্গনাকে চটি ছুঁড়ে মেরেছিলেন।


সম্প্রতি রঙ্গোলি ট্যুইট করেন, ২০০৬ সালে 'ও লমহে'-র স্ক্রিনিংয়ে কঙ্গনার দিকে চটি ছুঁড়ে মারেন মহেশ ভাট। রঙ্গোলি লেখেন,'' কঙ্গনার তখন মাত্র ১৯ বছর বয়স। ওকে নিজের ছবিটা পর্যন্ত দেখতে দেননি মহেশ ভাট। সারা রাত কেঁদেছিল কঙ্গনা।''


এই ঘটনা প্রকাশ্যে আসার পর, কঙ্গনার সমর্থনে কথা বললেন গায়ক সোনু নিগম। তিনি জানান, কঙ্গনার প্রতি তাঁর অশেষ শ্রদ্ধা রয়েছে। বলিটাউনের ক্যুইন যেভাবে নানা বিষয়ে সরব হন, তাতে মনের দিক থেকে খুব স্পষ্ট হওয়া প্রয়োজন আর কঙ্গনার মধ্যে সেই গুণটা রয়েছে। সোনু বলেন, '' কঙ্গনা রানাওয়াত যদি বলেন, তাঁর দিকে চটি ছোঁড়া হয়েছিল, তাহলে সত্যিই তা হয়েছিল। আমি ওকে বিশ্বাস করি কারণ আমার মনে হয় না কেউ এরকম গল্প বানিয়ে বলবেন।''


প্রসঙ্গত, নেপোটিজম-সহ একাধিক ঘটনায় মহেশ ভাটের কন্যা আলিয়া ভাটকে নানা সময়ে আক্রমণ করেছেন কঙ্গনা রানাওয়াত। সেই আক্রমণের জবাবেই সোচ্চার হন আলিয়ার মা সোনি রাজদান। তিনি ট্যুইট করেন, '' মহেশ ভাট কঙ্গনাকে বলিউডে ব্রেক দিয়েছিলেন, গ্যাংস্টার ছবির মাধ্যমে। অথচ কঙ্গনাই বারংবার তাঁকে, তাঁর স্ত্রী ও মেয়েকে আক্রমণ করতে থাকেন। কেন ? ওঁর অ্যাজেন্ডা কী?''