কুন্দ্রা, শেট্টি পরিবারে খুশির হাওয়া। ফের মা হলেন বলিটাউনের অভিনেত্রী শিল্পা শেট্টি। শিল্পা-রাজ কুন্দ্রার কোল আলো করে এল তাঁদের দ্বিতীয় সন্তান।
2/ 5
শিল্পা আর রাজের প্রথম সন্তান ভিয়ান। এবার দম্পতির জীবনে এল ফুটফুটে এক কন্যা সন্তান।
3/ 5
শিল্পা আর রাজ তাঁদের সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন সামিশা শেট্টি কুন্দ্রা। ইনস্টাগ্রামে শিল্পা সদ্যজাতর ছবি পোস্ট করে এই সুখবর প্রকাশ্যে আনেন।
4/ 5
একটা ফুটফুটে একরত্তি হাত আকড়ে রয়েছে শিল্পার আঙুল... সদ্যোজাত মেয়ের এই ছবিটাই পোস্ট করেন শিল্পা। সঙ্গে লেখেন, বাড়িতে জুনিয়র এসএস কে এসেছে! সবাই আমাদের ছোট্ট পরীকে আশীর্বাদ করুন।
5/ 5
সারোগেসির মাধ্যমে ফের মা-বাবা হলেন রাজ-শিল্পা। শুক্রবার, ২১ ফেব্রুয়ারি রাজ-শিল্পা এই সুখবর সোশ্যাল মিডিয়ায় জানান। ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় সামিশার।