1/ 6


• মীরা-শাহিদের বয়সের পার্থক্য অনেকটা ৷ কিন্তু বলিউডে তাঁদের জুটি হট ফেভারিট ৷ সেই শাহিদ কাপুর আর মীরা রাজপুতের ঝগড়ার তেজ কিন্তু বেশ ঝাঁঝালো ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
2/ 6


• এ কথা নিজের মুখেই শেয়ার করলেন কবীর সিং-এর নায়ক ৷ সম্প্রতি এই ছবির প্রমশনে এসেছিলেন নেহা ধুপিয়ার জনপ্রিয় টক শোয়ে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
3/ 6


• কিয়ারা আডবাণীর সঙ্গে সেই শোয়ে এসে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন শাহিদ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
4/ 6


• সম্প্রতি দ্বিতীয়বার বাবা হয়েছেন শাহিদ ৷ মেয়ে মিশার বয়স ২ বছর ৷ ছেলে জৈনের জন্ম সেপ্টেম্বরে ৷ এক ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার মীরা-শাহিদের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
5/ 6


• কিন্তু যখন মান-অভিমান হয় তখন তার রেশ চলে অনেকদিন ধরে ৷ শাহিদ নিজেই জানালেন, মতানৈক্য হলে কথা বন্ধ হয়ে যায় তাঁদের ৷ এমনকি তা ১৫ দিন অবধিও স্থায়ী হয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷