• চলছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ ভারতের নায়িকারা সেখানে গিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ৷ তাঁদের দূর্দান্ত ফ্যাশন ট্রেন্ড তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে ৷ তবে যদি তাঁরা ছোটবেলায় কানের মঞ্চে যেতেন তাহলে তাঁদের দেখতে কেমন লাগত? ‘বেবি ফিল্টার’ অ্যাপে সেই অসম্ভবকেই সম্ভব করা হয়েছে ৷ তাহলে দেখে নেওয়া যাক এক নজরে ৷