

অবশেষে মুক্তি! মুম্বইয়ের বাইকুল্লা জেলে ২৮ দিন কাটানোর পর বম্বে হাইকোর্টের রায়ে বুধবার জামিন পেলেন মাদক কান্ডে অভিযুক্ত রিয়া চক্রবর্তী! সম্প্রতি একটি সাক্ষাত্কারে রিয়া চক্রবর্তীকে বাংলার বাঘিনী বললেন আইনজীবী সতীশ মাণশিন্ডে। চ্যালেঞ্জ ছুঁড়লেন, রিয়া লড়াই করতে প্রস্তুত, নিজের নামে যে কাঁদা লেগেছে, তা দূর করেই ছাড়বেন।


বুধবার জেল থেকে ছাড়া পেলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী। জেলে কীভাবে দিন কাটত রিয়ার? জানালেন তাঁর আইনজীবী সতীশ মাণশিন্ডে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সতীশ জানান, '' জেলে আমি রিয়ার সঙ্গে দেখা করতে যেতাম। বহু বছর বাদে আমি নিজে ব্যক্তিগতভাবে জেলে কোনও মক্কেলের সঙ্গে জেলে দেখা করতে গেলাম। ও জেলের ভিতর কী অবস্থায় রয়েছে সেটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। দেখে ভাল লাগত, এত কিছুর পরও ভেঙে পড়েননি রিয়া। পজিটিভ থাকতেন। নিজের খেয়াল রাখতেন''


আইনজীবী সতীশ মাণশিন্ডে জানান, জেলে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিয়মিত যোগা করতেন রিয়া। জেলের অন্যান্য আবাসিকদের জন্যে নিয়মিত যোগাসনের ক্লাসও নিতেন ।


আইনজীবী সতীশ আরও জানান, নিজেকে জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন রিয়া। করোনা আবহের কারণে বাড়ি থেকে খাবার পৌঁছনো সম্ভব ছিল না, তাই জেলের খাবারই খেতেন রিয়া। জেলের অন্যান্য আবাসিকদের সঙ্গে স্বাভাবিকভাবেই দিন কাটিয়েছেন।


রিয়ার বাবা ভারতীয় সেনা বাহিনীর প্রাক্তন কর্মী। আইনজীবী সতীশ মাণশিন্ডের কথায়, '' ছোট থেকেই সেনা বাহিনীর পরিবেশে বড় হয়ে ওঠার কারণে, যে-কোনও প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা করে লড়াই করার ক্ষমতা রিয়ার আছে। যাঁরা ওঁর দিকে অভিযোগের আঙুল তুলেছেন, ইমেজ নষ্ট করার চেষ্টা করেছেন, তাঁদের প্রত্যেকের মুখোমুখি হতে প্রস্তুত রিয়া।''