আবার গানের মধ্যে কিছুটা দুষ্টুমি৷ চোলি কে পিছে ক্যায়া হ্যায় (Choli ke peeche), খলনায়ক(khalnayak) ছবির গান! আসলে মাধুরী নাচের ভাষা বোঝেন৷ তাই সরোজও মন ভরে তাঁর জন্য তৈরি করেছিলেন একের পর এক নাচের স্টেপ, যা শুধু হাত-পায়ের দোল নয়, ছিল আবেগে ভরা৷ যে কারণে মাধুরী ও সরোজের জুটি চিরকালই ছাপ ফেলে গিয়েছে৷