নবাবের বংশধর তিনি ৷ সইফ আলি খান আর অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খানের কথা হচ্ছে ৷ সদ্য শেষ হয়েছে কুলি নম্বর ১-এর শ্যুটিং, তাই এখন ছুটি কাটাচ্ছেন সারা।
2/ 7
বর্তমানে সারা অবসর সময় কাটাচ্ছেন বারাণসীতে। সেই ছুটি কাটানোর ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী। যেখানে তাঁকে দেখা যাচ্ছে বারাণসীর গঙ্গার সামনে বসে সময় কাটাতে দেখা যাচ্ছে।
3/ 7
আবার জন্য ছবিতে দেখা যাচ্ছে গঙ্গা আরতির সময় হাত জোড় করে মাথায় ওড়না দিয়ে বসে রয়েছেন সারা। তিনি পরে রয়েছেন প্যাস্টেল শেডের সালোয়ার কামিজ।
4/ 7
সারা প্রাই সময় তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের বেড়ানোর ছবি পোস্ট করে থাকেন। কখনও গোয়াতে তো কখনও শ্রীলঙ্কা। কখনও বন্ধুদের সঙ্গে তো কখনও আবার মা আর ভাই-এর সঙ্গে
5/ 7
সারা আলি খান তাঁর ভাই ইব্রাহিমকে পিছনের সিটে বসিয়ে চালালেন বাইক রিসকা।
6/ 7
সদ্যই মুক্তি পেয়েছে সারা ও কার্তিক অভিনীত ছবি 'লাভ আজ কাল'। ইমতিয়াজ আলি এই ছবির পরিচালক।
7/ 7
তবে লাভ আজ কাল বক্ষ অফিসে সফলতার মুখ দেখেনি। তাতে কি সারা তাঁর ছবি মুক্তির আনন্দ নিয়েই এখন ছুটি কাটাতে ব্যস্ত।